মুস্তাক আহমদ
১৪০০ বছর পূর্ব থেকে যে লড়াইটি চলছে এবং কিয়ামত পর্যন্ত সেই একই লড়াই যেটি চলবে তাহলঃ আবু সুফিয়ান ও আলে ইমরানের লড়াই ৷ এখানে আবু সুফিয়ান কে তার পরিচয় মানুষ মোটামুটি অবগত হলেও ইমরান কে তা সম্পূর্ণ অজ্ঞত ৷
ইমরান কে ? তাঁর পরিচয় কী ? ...এটা বিলকুল প্রচারের অভাব ৷ আলে ইমরানের পরিচয় সম্পূর্ণ লোপাট করা হয়েছে সুকৌশলে ৷
'সুফিয়ানীর' ব্যাপক প্রভাব আছে এই দুনিয়ায়, দুনিয়া চলে দুটি বিষয়ের উপরে, সেই দুটি বিষয় হলোঃ (১) ক্ষমতা ও (২) অর্থ ৷
সুফিয়ানীদের এই দুটির উপরে জবরদখলদারী আছে ৷
নবীপাক (সঃ)-এর ওফাতের পরপরই সুফিয়ানীরা ইহুদী ও খ্রীষ্টানদের দ্বারা শক্তি সঞ্চয় করে ক্ষমতা বিস্তার করে ৷
কিন্তু নবী (সঃ) গাদীরে খুমে আলে ইমরানকে মানব সমাজ পরিচালনার দায়িত্ব ঘোষণা করেন ৷
সুফিয়ানীরা সন্ত্রাসী ও ভীতি প্রদর্শন দ্বারা জবরদখল করে, নবীকন্যার গৃহে আগুণ দিয়ে সেই সন্ত্রাসীর সূচনা করে এবং বাদসাহী ক্ষমতার বিস্তার করে ৷ তখন থেকে সুরু হয় সুফিয়ানী ক্ষমতা রাজবিস্তার ৷
তারা তাদের ক্ষমতা বিস্তারের জন্য তৎকালীন ইহুদী ও খ্রীষ্টানদের পাশে রাখে ৷
ঠিক আজ যেমন এরদোগানসহ আলে সৌদি ইহুদী ও খ্রীষ্টানদের সাথে রেখেছে ক্ষমতার দোহায় দিয়ে ৷
দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।