۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
mm
'ইমাম খোমেনী'র ৩৩-তম ওফাত দিসব'

হাওজা / ইরানের ইসলামী মহান বিল্পবী ইমাম খোমেনী (রহঃ) এর ৩৩ তম ওয়াফাত দিবস উপলক্ষে আলিয়া একাডেমী প্রাঙ্গনে মনজ্ঞ সভার আয়োজন করা হয়েছিল ৷

বিশেষ রির্পোটঃ মুস্তাক আহমদঃ

আজ ৮ই জুন বুধবার, ইরানের ইসলামী মহান বিল্পবী ইমাম খোমেনী (রহঃ) এর ৩৩ তম ওয়াফাত দিবস উপলক্ষে আলিয়া একাডেমী প্রাঙ্গনে মনজ্ঞ সভার আয়োজন করা হয়েছিল ৷

উক্ত শোক সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিল্লী থেকে আগত বিশেষ সমাজকর্মী ও শিক্ষানূরাগী জনাব মেহেদী-ই-মেহদাবিপুর সাহেব ও মাওলানা ত্বকি হায়দার সাহেব

এছাড়া ইরান থেকে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন

জানাব মাজিদ সালেহী সাহেব, জনাব মোহাম্মদ রেজা জাফরি, জনাব মাহ্দী সাহেব, জনাব মাহমুদ তাহগিজাদে সাহেব এবং জানাব জাফর নাগভী ৷

এই মহতি অনুষ্টানের মূখ্য ভূমিকায় ছিলেন, 'সরনিয়া 72 কারবালা ওয়েলফেয়ার সোসাইটির' সম্পাদক জনাব মওলানা ফিরোজ হোসেন যায়দী সাহেব ৷

মওলানা তাফাজুল হোসেন সাহেবের দ্বারা পবিত্র কোরআন তেলায়েতের মাধ্যমে অনুষ্টান শুরু হয় ৷

'আলিয়া একাডেমী'র উন্নতির জন্য উপস্থিত জনগনের নিকট বিশেষ আবেদন পেশ করেন মওলানা ফিরোজ হোসেন সাহেব ৷

আসাকারী স্কুলের প্রিন্সিপাল জনাব মওলানা কাশিম রেযা রিজভী সাহেব বলেনঃ ইমাম খোমিনী রহঃ আধুনিক যুগকে বিশ্বের মুসলমানকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছেন ৷

পরিশেষে বিশেষ প্রতিনিধি জনাব মেহেদী-ই-মেহাদাবিপুর সাহেব বলেনঃ " ইমাম খোমেনী একজন আরিফ ছিলেন, এবং দূরদর্শী ব্যক্তিত্ব ছিলেন, বিভিন্ন ধর্মের মানুষের ঐক্যের ডাক দিয়েছিলেন ইমাম খোমেনী সাহেব, তার দৃষ্টি ছিল জুলুমকে জালেমকে নাস্তাবুত করে মানুষের মধ্যে মিলন ও অধিকার ফিরিয়ে আনা ৷"

تبصرہ ارسال

You are replying to: .