۱۶ آذر ۱۴۰۳ |۴ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 6, 2024
মুশ্তাক
হযরত মুহাম্মদ (আ:)

হাওজা / মুসলমানদের গ্রন্থগুলিতে সত্যিই কি এই ধরনের কথা লেখা আছে যদি লেখা থাকে তাহলে লেখকরা ভুল করে লিখেছেন!!!

মুস্তাক আহমদ

হাদিসের নামে নবী'কে নিয়ে

করেছে মস্করা,

মুসলমানদের গ্রন্থগুলিতে

নবী বিদ্বেষে ভরা ৷

"আত্মহত্যা গিয়েছিল করতে

নবীপাক নাকি একদিন"

হাদিসের নামে লিখেছে বিদ্বেষ

উমাইয়া নামে বে-দ্বীন ৷

নাপাক অবস্থায় নামাজ পড়াতে

গিয়েছিল নাকি নবী,

হাদিসের নামে লিখেছে উমাইয়া

এমন মিথ্যা সবি ৷

তসলিমা, নূপূর, সলমান রুসদি

এরা যতটা না দোষী

উমাইয়ারা এদের থেকে

ছিলো বেশী নবী-বিদ্বেষী ৷

সেই উমাইয়ারা এসেছিল সব

মরু কারবালায়,

নবী পরিবারদের নির্বিচারে

তরবারী চালায় ৷

পঞ্চাশ বছরে নবী-বিদ্বেষ

জ্বালায়ছিল তারা মনে মনে

এসেছিল তারা সত্তর হাজার

কারবালার ঐ রণে ৷

সেই বিদ্বেষ আজো ভরা

হাদিসের পাতা ঘিরে

তাই তো উমাইয়া তসলিমা সেজে

নবীকে নিয়ে মস্করা করে ৷

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .