۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
ঈদ-এ-গাদীর
ঈদ-এ-গাদীর

হাওজা / ১৮-ই জিলহিজ্জা, নবী করিম (সঃ)-এর বিদায় হজের পরিসম্পাতির পর গাদীরে খুম নামক স্থানে যে কোরআনিক বিষয় উপস্থাপনা করেছিলেন সেই ঐতিহাসিক আল গাদীর'কে উপলক্ষ্যে করে হাওড়া জেলার বাউড়িয়া থানার অন্তর্গত পশ্চিম বাউড়িয়া গ্রামে অনুষ্টিত করা হয় ৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ১৮-ই জিলহিজ্জা, নবী করিম (সঃ)-এর বিদায় হজের পরিসম্পাতির পর গাদীরে খুম নামক স্থানে যে কোরআনিক বিষয় উপস্থাপনা করেছিলেন সেই ঐতিহাসিক আল গাদীর'কে উপলক্ষ্যে করে হাওড়া জেলার বাউড়িয়া থানার অন্তর্গত পশ্চিম বাউড়িয়া গ্রামে অনুষ্টিত করা হয় ৷

"আহলে বাইত (আঃ) একাডেমী'র" প্রেসিডেন্ট জনাব আঃ হালিম সাহেবের পরিচালনায় এই অনূষ্টানে উপস্থিত ছিলেন গ্রামবাসীসহ বিভিন্ন জেলার কিছু মানুষ ৷

এরই সাথে নূরুল ইসলাম একাডীর উদ্যোগেও শিশু কিশোরদের রঙ ভরো প্রতিযোগীতাসহ কুইজের বিশেষ আয়জন করা হয় ৷

আমন্ত্রিত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সুদুর হলদিয়া কুমার পুরের পেশ ইমাম জনাব মুনির আব্বাস নাজাফি সাহেব, উপস্থিত ছিলেন রংমহল গ্রামের পেশ ইমাম জনাব মোকাব্বির হাসান, আর সমগ্র অনুষ্টানটি পরিচলনা করেন সত্যের পথে পত্রিকার সম্পাদক জনাব মুস্তাক আহমদ ৷

বক্তাগণ গাদীরের বাস্তবতাসহ এই দিবসের ফজিলত তুলে ধরেন ৷

تبصرہ ارسال

You are replying to: .