۱۸ اردیبهشت ۱۴۰۳ |۲۸ شوال ۱۴۴۵ | May 7, 2024
প
পুলিশের হাতে বই তুলে দিলেন জনাব মাওলানা মোঃ তাফাজ্জুল হোসেন সাহেব

হাওজা / 'ইনশান কো বেদার তো হো লেনে দো হার কওম পুকারেগী হামারে হে হুসাইন" ৷ কবির উক্তি কতটা সত্য আজ আমরা বুঝতে পারছি ৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, 'ইনশান কো বেদার তো হো লেনে দো হার কওম পুকারেগী হামারে হে হুসাইন" ৷ কবির উক্তি কতটা সত্য আজ আমরা বুঝতে পারছি ৷

ইমাম হুসাইন (আঃ) কোন নিদৃষ্ট সম্প্রদায়ের নন ৷ তিনি সমগ্র মানব সম্প্রদায়ের অমূল্য রতন ৷

এক পুলিশ-ভাইকে কারবালার শোকের উপরে রচিত "শোকার্তের দীর্ঘশ্বাস" নামক একটি ঐতিহাসিক আন্তর্জাতিক বিখ্যাত বই উপহার করলো রেনেসা পাবলিশার ৷ প্রতি বছরের ন্যায় এবছর (২০২২) চারদিন যাবত রেনেসা পাবলিশারের পক্ষ্য হতে বুকস্টল দেওয়া হয়েছিল সরণীয়া ৭২-তাবুত অনুষ্টানে ৷

হুগলী জেলার বাসিন্দা টাকীতে কর্বব্যরত একজন পুলিশের হাতে বইটি তুলে দিলেন লেখক, অনুবাদক এবং রেনেসা পাবলিশারের সহকারী পরিচালক জনাব মাওলানা মোঃ তাফাজ্জুল হোসেন সাহেব।

تبصرہ ارسال

You are replying to: .