হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "আল-কাফী" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম সাদিক (আ.) বলেছেন:
(إنّ) مِن علاماتِ شِركِ الشَّيطانِ الذي لا يُشَكُّ فيهِ أن يكونَ فَحّاشا، لا يُبالي ما قالَ و لا ما قيلَ فيهِ
শয়তানের সহযোগীর একটি নিদর্শন হল এতে কোন সন্দেহ নেই "সে অশোভন কথা বলে এবং সে যা বলে ও শুনে তাতে কিছু যায় আসে না"।
(কাফী: ২/৩২৩/১)