۱۴ مهر ۱۴۰۳ |۱ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 5, 2024
হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী জাইদী
হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী জাইদী

হাওজা / আঞ্জুমানে কাসরে আব্বাস (আ.) ইমামবাড়ি খালিশপুর শিয়া মসজিদে মহরম মাসের (১-১০) মহরমের মজলিস এর আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গত ৫ম মহরম এর মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী জাইদী কিবলা। মজলিসে তিনি আহলে বাইতের মর্যাদা সম্পর্কে বর্ণনা করেন। এবং মাসায়েবে হজরত আলী আসগর (আ:) এর উপর ঘটিত মুসিবত বর্ণনা করেন।

সার্বিক ব্যবস্থাপনায় : হোসাইনী মিশন ও আঞ্জুমানে কাসরে আব্বাস আ : এর সদস্যবৃন্দ

تبصرہ ارسال

You are replying to: .