۱۳ اردیبهشت ۱۴۰۳ |۲۳ شوال ۱۴۴۵ | May 2, 2024
তুরস্ক কি ইরানের মতো বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ হেভি ওয়াটার বানাতে পারে?
তুরস্ক কি ইরানের মতো বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ হেভি ওয়াটার বানাতে পারে?

হাওজা / তুরস্ক কি ইরানের মতো বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ হেভি ওয়াটার বানাতে পারে? যদি তুরস্ক এ গুলোর চেয়ে বেশি উন্নত জিনিস বানাতে পারে তাহলে তখন বলা যাবে যে বৈজ্ঞানিক ও জ্ঞানগত মানের দিক থেকে তুরস্ক ইরানের চেয়ে উন্নত ।

রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, তুরস্ক কি ইরানের মতো বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ হেভি ওয়াটার বানাতে পারে? যদি তুরস্ক এ গুলোর চেয়ে বেশি উন্নত জিনিস বানাতে পারে তাহলে তখন বলা যাবে যে বৈজ্ঞানিক ও জ্ঞানগত মানের দিক থেকে তুরস্ক ইরানের চেয়ে উন্নত ।

আর তা না হলে না( و إلّا فلا ) । ইরান যদি সবচেয়ে কঠোরতম তাহরীমের (নিষেধাজ্ঞা ও স্যাংকশন ) মধ্যে থেকে এগুলো তৈরি করতে পারে তাহলে সবচেয়ে কঠোর তাহরীম ( নিষেধাজ্ঞা ও স্যাংকশন ) থেকে মুক্ত তুরস্কের তো এ সব পারমাণবিক প্রযুক্তিতে ইরানের চেয়ে বহু আগে থেকেই বহু অগ্রগামী হওয়া উচিত ছিল। কিন্তু তা কি হয়েছে তুরস্ক ? ইরান ৪৪ বছর ধরে পশ্চিমাদের বিশেষ করে মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) কঠোর তাহরীমের ( নিষেধাজ্ঞা ও স্যাংকশন ) শিকার। কই তুরস্ক তো ৪৪ বছর তো দূরে থাক ১ বছরও নয় মাত্র ৬ মাসের জন্যও তাহরীমের ( নিষেধাজ্ঞা, অবরোধ ও স্যাংকশন ) শিকার হয় নি । তুরস্ক ইরানের মতো সর্বাত্মক বাণিজ্যিক রাজনৈতিক তথ্যগত সাংস্কৃতিক তাহরীমের (নিষেধাজ্ঞা অবরোধ ও স্যাংশন ) শিকার হলে বোঝা যেত কত ধানে কত চাল ?!!!

تبصرہ ارسال

You are replying to: .