হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কারবালার কালজয়ী বিপ্লবের মাস মহররম চলমান! ৬১ হিজরি সনে এই মাসের দশম দিনে অন্যায় ও জালিমের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়ের আদর্শের জন্য আত্মত্যাগের মহিমান্বিত স্মৃতিবিজড়িত কারবালার শোকাবহ, মর্মস্পর্শী, হূদয়বিদারক ও বিষাদময় ঘটনা সংঘটিত হয়।
এই মাস হোসাইনি মুসলমানদের জন্য যেমন শোক ও আহাজারির, তেমনি আত্মশুদ্ধি ও আত্মগঠনেরও বটে। হোসাইনি আদর্শের মুসলমান তথা শিয়া মুসলমানরা এ মাসের প্রথম দশ দিনে শোক মজলিসের আয়োজন করে থাকেন। ইরানে বসবাসরত বাংলাদেশি ছাত্রদের একাংশের সংগঠন জামে রুহানিয়াত, বাংলাদেশের পক্ষ থেকে দশ দিন ব্যাপী শোক মজলিসের আয়োজন করা হয়েছে।
৭ম মহররমের শোক মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব রফিকুল ইসলাম। এদিনে হযরত কাসিম বিন হাসান বিন আলী (আ.)-এর মাসায়েব তথা শোকগাথা বর্ণনা করা হয়। অনুষ্ঠানে জামে রুহানিয়াত, বাংলাদেশের সদসবৃন্দ ছাড়াও অন্যান্য বাংলাদেশি অংশগ্রহণ করেন।