۲۱ آذر ۱۴۰۳ |۹ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 11, 2024
যে কাজগুলো দারিদ্র্যতা দূর করে এবং রিযিক বৃদ্ধি করে
যে কাজগুলো দারিদ্র্যতা দূর করে এবং রিযিক বৃদ্ধি করে

হাওজা / আল্লাহ নির্দেশিত কাজ আঞ্জাম দেয়ার মাধ্যমে দুনিয়ায় সচ্ছল, সুন্দর ও প্রশান্তিময় জীবন গড়াও সম্ভব হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আল্লাহর পছন্দনীয় কাজকর্ম আঞ্জাম দেয়ার মাধ্যমে যেমন তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়, তেমনি আল্লাহ নির্দেশিত কিছু কাজ আঞ্জাম দেয়ার মাধ্যমে দুনিয়ায় সচ্ছল, সুন্দর ও প্রশান্তিময় জীবন গড়াও সম্ভব হয়।

ইমাম জাফর সাদিক (আ.) বলেন,
إِنَّ اللَّهَ یُحِبُّ الْجَمَالَ وَ التَّجَمُّلَ وَ یَکْرَهُ الْبُؤْسَ وَ التَّبَاؤُسَ وَ إِنَّ اللَّهَ عَزَّ وَ جَلَّ إِذَا أَنْعَمَ عَلَی عَبْدِهِ نِعْمَةً یُحِبُّ أَنْ یَرَی أَثَرَ نِعْمَتِهِ عَلَیْهِ قِیلَ وَ کَیْفَ ذَلِکَ قَالَ یُنَظِّفُ ثَوْبَهُ وَ یُطَیِّبُ رِیحَهُ وَ یُحَسِّنُ دَارَهُ وَ یَکْنُسُ أَفْنِیَتَهُ حَتَّی إِنَّ السِّرَاجَ قَبْلَ مَغِیبِ الشَّمْسِ یَنْفِی الْفَقْرَ وَ یَزِیدُ فِی الرِّزْق‏.
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সৌন্দর্য ও নিজেকে পরিপাটি রাখা পছন্দ করেন এবং (কর্মবিমুখতা ও আলস্যের কারণে হওয়া) দারিদ্র্যতা ও দরিদ্রের ভান ধরাকে ঘৃণা করেন। আল্লাহ যখনই কোনো বান্দাকে নিয়ামত দান করেন, তিনি (আল্লাহ) তার মধ্যে তার প্রভাব (বহিঃপ্রকাশ) দেখতে চান। বলা হলো- কিভাবে? ইমাম (আ.) বললেন, পরিষ্কার পোশাক পরিধান করবে, সুগন্ধি লাগাবে, ঘরের প্লাস্টার করবে (রং করা, ঝাড় দেয়া ইত্যাদি), দরজার সামনে উঠান/আঙিনা ঝাড়ু দিবে, এমনকি সূর্যাস্তের আগে বাতি (লাইট) জ্বালানো দারিদ্র্যতা দূর করে এবং রিযিক বৃদ্ধি করে।

[আরশাদুল কুলুব, খন্ড- ১, পৃষ্ঠা- ১৯৫]

تبصرہ ارسال

You are replying to: .