۱۸ اردیبهشت ۱۴۰۳ |۲۸ شوال ۱۴۴۵ | May 7, 2024
হাদীসের আলেকে কথা বলার নীতি

কথা বলার নীতি সম্পর্কে জনাব রাসেল আহমেদ রিজভী হাওজা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন:

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী: কথা বলার নীতি সম্পর্কে জনাব রাসেল আহমেদ রিজভী হাওজা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন:

(হাদীসের আলেকে) মানুষের জীবনে গুরুত্ববহ 'তিন'!

 ক. তিনটি জিনিস একবার আসেঃ ১. মাতা-পিতা ২. সৌন্দর্য্য ৩. যৌবন।

খ. তিনটি জিনিস ফিরিয়ে আনা যায়নাঃ ১. বন্দুকের গুলি ২. কথা ৩. রূহ।

গ. তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ ১. সু-সন্তান ২. সদকা ৩. এলম (জ্ঞান)।

ঘ. তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ ১. চুরি ২. চোগলখুরী ৩. মিথ্যা!

ঙ. তিনটি জিনিস পেরেশানিতে রাখেঃ ১. হিংসা ২. অভাব ৩. সন্দেহ।

চ. তিনটি জিনিসকে সর্বদা মনে রেখোঃ ১. উপদেশ ২. উপকার ৩. মৃত্যু।

ছ. তিনটি জিনিসকে আয়ত্বে রেখোঃ ১. রাগ ২. জিহবা ৩. অন্তর!

জ. তিনটি জিনিস অভ্যাস করঃ ১. সালাত ২. সত্য বলা ৩. হালাল রিযিক গ্রহণ।

ঝ. তিনটি জিনিস থেকে দূরে থেকোঃ ১. মিথ্যা ২. অহংকার ৩. অভিশাপ।

ট. তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ ১. কলম ২. কসম ৩. কদম।

আল্লাহ্ সুবহানআল্লাহু তালা  আমাদের জীবনে উপরে উল্লেখিত গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো পরিপূর্ণভাবে আমল করার তওফিক দান করুন। আমিন।

تبصرہ ارسال

You are replying to: .