۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
মসজিদুল আকসা

সৌদি আরব জর্দানের হাত থেকে মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের ব্যবস্থাপনা , দেখাশোনা ও পরিচালনার দায়িত্ব অর্থাৎ মুতাওয়াল্লীর দায়িত্ব ছিনিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী: সৌদি আরব জর্দানের হাত থেকে মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের তৌলিয়ত ( ব্যবস্থাপনা , দেখাশোনা ও পরিচালনার দায়িত্ব অর্থাৎ মুতাওয়াল্লীর দায়িত্ব ) ছিনিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে ।

এটা করতে পারলে মুসলিম বিশ্বের তিন হারামের ( সবচেয়ে পবিত্র ও সম্মানিত স্থান : পবিত্র মক্কা , মদীনা ও বাইতুল মুকাদ্দাস ) তৌলিয়ত ( কাস্টডিয়ানশিপ অর্থাৎ মুতাওয়াল্লীর দায়িত্ব ) সৌদি বাদশার হাতের মুঠোয় চলে আসবে যারফলে মুসলিম বিশ্বের উপর সৌদী বাদশাহের ধর্মীয় , রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে অর্থাৎ এটা করা গেলে মুসলিম বিশ্বের উপর প্রভাব বিস্তারের ষোলকলা পূর্ণ হবে।

সৌদি আরব বর্তমানে এ ধান্দায় আছে । আর এটা করতে পারলে উর্দুনের ( জর্দান ) হাশিমী রাজতন্ত্রেরও পতন ঘটতে পারে ।

উর্দুনের ( জর্দান ) বর্তমান বাদশাহ ২য় আবদুল্লাহ ওসমানী ( অটোম্যান) শাসনামলের হিজাযের গভর্ণর শরীফ হুসাইনের বংশধর ( প্রপৌত্র )। সৌদি বাদশাহ চাচ্ছে সৌদি রাজবংশের চিরপ্রতিদ্বন্দ্বী শরীফ হুসাইনের বংশধর দের সাথে চূড়ান্তভাবে বোঝাপড়া করতে ।

লেখা: মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .