۱۳ اردیبهشت ۱۴۰۳ |۲۳ شوال ۱۴۴۵ | May 2, 2024
গোলাবারুদ সহায়তা পাঠিয়েছে ভারত
গোলাবারুদ সহায়তা পাঠিয়েছে ভারত

তালেবানদের বিরুদ্ধে লড়তে আফগানিস্তান সেনাবাহিনীকে প্রায় ৪০ টন সমপরিমাণ সমরাস্ত্র এবং গোলাবারুদ সহায়তা পাঠিয়েছে ভারত

হাওজা নিউজ এজেন্সি বাংলাঃ ৮৫% আবগানিস্তানের এলাকা ও পার্শ্ববর্তী দেশ গুলোর সীমান্ত তালেবানদের দখলে যাওয়ার পর গতকাল ভোরে কাবুলে বিমান পাঠিয়েছে ভারত সরকার!

নির্ভরযোগ্য সূত্র বলছে, ঐ বিমানে তালেবানদের বিরুদ্ধে লড়তে আফগানিস্তান সেনাবাহিনীকে প্রায় ৪০ টন সমপরিমাণ সমরাস্ত্র এবং গোলাবারুদ সহায়তা পাঠিয়েছে ভারত।

তালেবানের অগ্রযাত্রার মুখে ভারতীয় কূটনীতিকদের এয়ারলিফ্ট করার জন্যে C-১৩০ বিমান পাঠিয়েছে ভারত, সেই বিমানেই আফগান সরকারের কাছে গোলাবারুদ সহায়তা পাঠায় তারা। ফিরতি বিমানে আজই ভারতীয় সকল কূটনীতিকদের দেশে নেওয়া হবে।

আগামী কিছু দিনের মধ্যে আফগানীস্তানে সরকার গড়তে যাওয়া তালেবানদের দিনে ব্যাপক দুর্চিন্তায় রয়েছে ভারত। তারা মনে করছে পরিবর্তিত পরিস্থিতিতে কাশ্মীরকে টিকিয়ে রাখা তাদের জন্য খুবই মুশকিল হবে। আর সেটা যাতে না হতে পারে সেজন্য তালেবানদের রুখে দিতে আফগান সরকারকে অন্তত ৪০ টন সমরাস্ত্র ও গোলাবারুদ  পাঠিয়ে ভারত!

তবে, ভারত গোপনে আফগানিস্তানে অস্ত্রসাহায্য পাঠিয়েছে বলে পাকিস্তানের কোনো কোনো গণমাধ্যম যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে আফগান সরকার। নয়াদিল্লিস্থ আফগান দূতাবাস বলেছে, পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনসহ ও অন্যান্য গণমাধ্যম এ সংক্রান্ত যে খবর প্রকাশ করেছে তার কোনো ভিত্তি নেই।

تبصرہ ارسال

You are replying to: .