হাওজা নিউজ এজেন্সি বাংলাঃ কুরবানি নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত একটি এবাদত। এ সময়ের পূর্বে যেমন কুরবানি আদায় হবে না তেমনি পরে করলেও আদায় হবে না। আল্লাহর প্রত্যেকটির ইবাদতের একটি নির্দিষ্ট সময় রয়েছে, অনুরূপভাবে কুরাবনির জন্যও নির্ধারিত সময় হচ্ছে তিন দিন অর্থাৎ ১০, ১১, ১২ জিলহজ। ঈদের নামাজের পর থেকে নিয়ে তৃতীয় দিনের মাগরিবের পূর্ব সময় পর্যন্ত।কুরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান শর্ত হচ্ছে কুরবানি যেন একান্তই আল্লাহতালার ইবাদতের (সন্তুষ্টি) নিয়তে করা হয়।
পশু জবাই করার শর্তাবলিঃ
পশু জবাই করার কয়েকটি শর্তাবলি রয়েছে। শর্তাবলি সমূহ হচ্ছে নিন্মরূপঃ
১. পশু জবাইকারী যেন মুসলমান হয়। নাসেবী বা রাসুল (সা.) এবং তাঁর আহলে বাইত (আ.)’র শত্রু বা কাফের না হয়।
২. পশুকে ধারালো লোহার ছুরি দিয়ে জবাই করতে হবে (যাতে পশুর বেশি কষ্ট না হয়)।
৩. জবাই করার সময় পশুর অগ্রভাগকে (মাথা) পশ্চিম দিকে রাখতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে পশুকে অন্য কোনো দিকে ঘুরিয়ে রাখা হয় বা জবাই করা হয় তাহলে তা হারাম হয়ে যাবে। কিন্তু যদি ভুলবশত বা নিরুপায় অবস্থায় হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই।
৪. জবাই করার সময় বলতে হবে “بسم اللّه”।
৫. পশুর গলার চারটি রগ কাটা হয়েছে তা লক্ষ্য করা জরুরি।
৫. জবাই করার পরে পশুকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তার শরীর নড়ানোর সুযোগ দেয়া।
সংগ্রহ ও সংকলনঃ রাসেল আহমেদ রিজভী