হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পবিত্র ঈদে গাদির, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মহান ঈদ, দ্বীন ইসলাম পরিপূর্ণ ও হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেসালাতের সমাপ্তি ঘোষণার দিন এবং আমিরুল মুমেনীন মাওলায়ে কায়েনাত, ইমাম আলী ইবনে আবি তালেব আলাইহিস সালামের মহত্ব ও উচ্চপদের প্রকাশের দিন, সর্বোপরি বলাবাহুল্য যে আলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম এর ঈদের দিন, বিশ্বের সমস্ত মুসলমান ও ন্যায়বিচার প্রার্থীদের জন্য মোবারক হোক এই ঈদ।
(১৮ই যিলহজ্জ) ঈদে গাদিরের দিন ও রাতের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আমল:
ঈদের রাতে; মুস্তাহাব নিয়্যত করে ১২ রা'কাত নামাজ আদায় করা (দুই রাকাত দুই রাকাত করে এবং প্রত্যেক দুই রাকাতের শেষে সালাম ফিরিয়ে)
ঈদের দিনে;
১- দুরুদ শরীফ পাঠ করা (আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ)
২- ইবাদত করা ও রোজা রাখা
৩- মুস্তাহাব নিয়্যত করে গোসল করা
৪- আমিরুল মুমেনীন আলী আলাইহিস সালামের যিয়ারাত পাঠ করা (যিয়ারাতে আমিন উল্লাহ)
৫- মুস্তাহাব নিয়্যত করে দুই রা'কাত নামাজ আদায় করা, নামাজ শেষে সেজদারত অবস্থায় একশ বার আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করা (শুকরান লিল্লাহ)
৬- দোয়া নুদবা পড়া
৭- একে অপরের সাথে দেখা হলে (মুমিন বান্দাদের মধ্যে) এরূপে অভিনন্দন জানানো
الْحَمْدُ لِلّٰهِ الَّذِی جَعَلَنا مِنَ الْمُتَمَسِّکینَ بِوِلایَةِ أَمِیرِالْمُؤْمِنِینَ وَالْأَئِمَّةِ عَلَیْهِمُ السَّلامُ
আল্লাহ তায়ালার শুকরিয়া যে আমাদেরকে আমিরুল মুমেনীন ও ইমামগণ আলাইহিমুস সালাম এর বেলায়তের অনুসারী করেছেন।
ঈদে গাদিরের দিনে গুরুত্বপূর্ণ কিছু রীতিনীতি:
১- উত্তম পোষাক পরিধান করা
২- আতর ও সুগন্ধি ব্যবহার করা
৩- আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম ও সৈয়্যদগনের সাথে দেখা করতে যাওয়া এবং বরকত হিসেবে তাদের কাছ থেকে উপহার নেওয়া (নগদ টাকা বা অন্য কিছু)
৪- ঈদি (উপহার)দেওয়া
৫- 'আক্বদে উখোওয়্যাত' ভ্রাতৃত্বের (আক্বদ)বন্ধন তৈরি করা
৬- আহার করানো
৭- সদাচরণ করা ও ছদকা দেওয়া
৮- আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যাওয়া
৯- সাধ্য অনুযায়ী মুমিনদের প্রয়োজন মেটানো
১০- ঈদে গাদিরে আনন্দ উৎসবের আয়োজন করা
১১- এই বিশেষ দিনে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা
প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন এই মহান দিনে অনুগ্রহ করুন এবং মুসলমানদের মধ্যে প্রকৃত ভ্রাতৃত্ববোধ গঠিত হোক যাতে করে সমস্ত মুসলমানেরা এবং ইসলামী দেশগুলি একটি পতাকার নিচে অর্থাৎ প্রকৃত মুহাম্মাদী ইসলামের পতাকার নিচে অবস্থান নেয়।
এই প্রত্যাশায় যে আল্লাহর নির্দেশে হযরত মাহদী আজ্জালাল্লাহূ তায়ালা ফারাজাহুশ শরীফ আবির্ভাব করুক ও যথাযোগ্য হুকুমাত প্রতিষ্ঠা করুন।
আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ
তথ্যসূত্র:
১- মাফাতিহুল জিনান
২- তাসনিম ওয়েবসাইট
৩- মুসলমানদের আদব ও আমলসমূহ