۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
ইমাম হোসাইন (আ:) এর বানী
ইমাম হোসাইন (আ:) এর বানী

হাওজা / সালামের গুরুত্ব ও ফযিলত সম্পর্কে হযরত ইমাম হোসাইন (আ:) এর হাদীস।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস ঊয়ুনু আখবারির রেজা পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:

ইমাম হোসাইন (আ:) বলেন:

مَن سَرَّهُ أن يُنسَأَ في أَجَلِهِ و يُزادَ في رِزقِهِ فَليَصِلْ رَحِمَهُ.

যে ব্যক্তি চায় তার মৃত্যু যেন দেরীতে আসে এবং তার রিজিক বৃদ্ধি পায় সে যেন আত্মীয়তার সম্পর্ক  রক্ষা করে।

(ঊয়ুনু আখবারির রেজা, ২/৪৪ )

অনুবাদক: আব্দুল্লাহ ও শারীফা খাতুন

تبصرہ ارسال

You are replying to: .