۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
আরবাঈন গতি , আন্দোলন , প্রগতি ও ঔৎসুক্যের প্রতীক
আরবাঈন গতি , আন্দোলন , প্রগতি ও ঔৎসুক্যের প্রতীক

হাওজা / আরবাঈন ও হুব্বুল হুসাইন (আঃ) ( ইমাম হুসাইনের আঃ মুহববত) আমাদের জীবন ও প্রাণ। আরবাঈন হজ্জ সদৃশ এক আধ্যাত্মিক ( রূহানী) সফর ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আরবাঈন ইমামত ও বেলায়তের তাজাল্লী ( বহি: প্রকাশ) । আরবাঈন প্রকৃত ইমামের (নেতা) সাথে আমাদেরকে পরিচিত করিয়ে দেয় ; আমরা  আরবাঈনের যিয়ারতের মাধ্যমে আত্মিক ও আধ্যাত্মিকভাবে ইমাম

হুসাইনের (আঃ) সাথে মিলিত হতে এবং তাঁকে চিনতে পারি । তাই এ আরবাঈন হচ্ছে ইমাম হুসাইন (আঃ) ও মহানবীর (সা:) আহলুল বাইতের (আঃ)  নিকটবর্তী হওয়া এবং তাঁদের শত্রুদের সাথে সম্পর্কচ্ছেদ করার দিবস ।

আরবাঈন বস্তুবাদ - জড়বাদের (Materialism) উপর দ্বীন (ধর্ম) ও আধ্যাতিকতার বিজয় ও শ্রেষ্ঠত্বের বহি: প্রকাশ ।

আরবাঈন সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করার এবং  বাতিলের  বিরুদ্ধে সত্যের সংগ্রামের অঙ্গীকার দিবস।

আশুরা , কারবালা - ই মুআল্লা , নাজাফ -ই আশরাফ ও আরবাঈন

আধ্যাত্মিকতা ও রূহানী ফয়যের সর্বোচ্চ তাজাল্লী ।

আরবাঈন  রাজ'আত ,হাশর নশর , মহাপুনরুত্থান ও কিয়ামতের  অনুশীলন দিবস ।

আরবাঈন : ভিসাল (وصال) অর্থাৎ মহা মিলন লগ্ন ও ক্ষেত্র ।

আরবাঈন ও হুব্বুল হুসাইন (আঃ) ( ইমাম হুসাইনের আঃ মুহববত) আমাদের জীবন ও প্রাণ।

আরবাঈন হজ্জ সদৃশ এক আধ্যাত্মিক ( রূহানী) সফর ।

আরবাঈন ও ২০ সফর কারবালায় ইমাম হুসাইনের ( আঃ) যিয়ারত ঈমান অর্থাৎ মু'মিন হওয়ার এক অন্যতম বিশেষ চিহ্ন ও নিদর্শন ( আলামত) স্বরূপ ।

আরবাঈন: মহানবী (সা:)-এর দিকে যাত্রা ও গমন এবং ইমাম হুসাইনের (আঃ) শাহাদাতের ৪০ তম দিবস আরবাঈনের যিয়ারত

মহানবীরই ( সা:) যিয়ারত । কারণ মহানবী (সা:) বলেছেন : হুসাইনুম মিন্নী ওয়া আনা মিন হুসাইন ( ْحُسَيْنٌ مِنِّيْ وَ أَنَا مِن ٍحُسَيْن )অর্থাৎ  হুসাইন (আঃ) আমার থেকে এবং আমিও হুসাইন থেকে ।

তাই আসুন আমরা সবাই এই আরবাইন- ই হুসাইনী থেকে প্রভূত আধ্যাত্মিক পারলৌকিক ও ইহোলৌকিক  অশেষ কল্যাণ  বরকত ও ফায়দা হাসিল করি ।

(মুহাম্মাদ মুনীর হুসাইন খান)

تبصرہ ارسال

You are replying to: .