۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
News ID: 372369
15 ستمبر 2021 - 12:54
মহাম্মাদ আলী জিন্না
মহাম্মাদ আলী জিন্না

হাওজা / ২০২১ সাল হিসাবে কায়েদে আজম মুহাম্মাদ জিন্নার মৃত্যুবার্ষিকি ৭৩ বছর ৷ গত তিনদিন আগে চলে গেলো তার মত্যুবার্ষিকি চলে গেলো।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী,  ২০২১ সাল হিসাবে কায়েদে আজম মুহাম্মাদ জিন্নার মৃত্যুবার্ষিকি ৭৩ বছর ৷ গত তিনদিন আগে চলে গেলো তার মত্যুবার্ষিকি চলে গেলো ৷  তাঁর বোনের নাম ছিলো ফাতেমা জিন্না ৷

তিনি ছিলেন বারো ইমামে বিশ্বাসী শিয়া মুসলিম ৷ তাকে কায়েদে আজম বলা হয় ৷ কেন তাকে কায়েদে আজম বলা হয় সবাই এটা জানেন, আমি ঐ প্রসঙ্গে যাচ্ছি না ৷

আমি বাতিল ফেরকা ওহাবীদের একটি হকিহক স্মরণ করিয়ে দিবার জন্য লিখছি ৷ পাকিস্তানে বসে বসে যারা দেশে আগুন জ্বালাতে চাইছো.. হে বাতিল ওহাবী, তোমরা জেনে রাখো, সেই জিন্না সাহেব ছিলেন একজন শিয়া মুসলিম ৷ যে হযরত আলী আঃএর বেলায়ত মানতো, আজানে আলীউন ওলী উল্লাহকে ভালোবাসতো, কারন সে ছিলেন শিয়া আকিদার বিশ্বাসের মানুষ ৷

এটা তোমাদের স্মরণ করিয়ে দিলাম ৷ মামুর বারান্দায় বসে কলা খেকো নেমকরামারী জাত ওহাবীরদল সাবধান ৷ ভালো ভাবে বাস করো, মিলে মিশে থাকো, অশান্তি করবো তো লানতের হকদারী হয়ে ফেরাউনের মত হালাক হয়ে যাবে ৷

লেখা: মুস্তাক আহমদ (সত্যের পথে)

تبصرہ ارسال

You are replying to: .