ব্যাখ্যাঃ মুস্তাক আহমদ (সত্যের পথে)
হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হযরত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনাঈ সাহেব, তিনি আসলে যে বিষয়টি বলতে চায়ছেন তা হলঃ
(১) দুদিনের দুনিয়ার শত্রু ও শত্রুতার ভয়ে মিথ্যা কথা প্রচার করে আল্লাহ'র নিকট মুনাফেক হয়ে যেও না ৷ এটা মনে রাখবে জাহান্নামে মুনাফেকের শাস্তি সব থেকে কঠিন হবে ৷ আর মুনাফেকের বৈশিষ্ট হলো সে কখনো সত্যকে মিথ্যা, আর মিথ্যাকে সত্য হিসাবে তুলে ধরে, বা কখনো কখনো সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করে তুলে ধরে ৷
(২) (وَلَا تَلۡبِسُوا الۡحَـقَّ بِالۡبَاطِلِ وَتَكۡتُمُوا الۡحَـقَّ وَاَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ" (٤٢"
------এটা সুরা বাকারার ৪২ নাম্বার আয়াত ৷ এখানে আল্লাহপাক পরিস্কার বলেছেনঃ "তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না।"
তাহলে মুনাফেক তারা, যারা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটায় ৷ আর জেনে শুনে সত্যকে গোপন করে ৷
(৩) এখন জানতে হবে "সত্য" কি ?? পবিত্র কোরআন বলেছে ....সত্য হলো নবীপাক ও তাঁর আহলে বাইতগণ (আঃ) ৷ সুরা আলে ইমরানের ৬১ নাম্বার আয়াতে আল্লাহপাক তা উল্লেখ করেছেনঃ
فَمَنْ حَآجَّكَ فِيهِ مِنۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ فَقُلْ تَعَالَوْا۟ نَدْعُ أَبْنَآءَنَا وَأَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ ٱللَّهِ عَلَى ٱلْكَـٰذِبِينَ ٦١
অর্থাৎ অতঃপর তোমার নিকট সত্য সংবাদ এসে যাওয়ার পর যদি এই কাহিনী সম্পর্কে তোমার সাথে কেউ বিবাদ করে, তাহলে বল-এসো, আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের এবং আমাদের নারীদের ও তোমাদের নারীদের এবং আমাদের নফস ও তোমাদের নফস আর তারপর চল আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী।
----- তাহলে এখানে তো পরিস্কার উল্লেখ হয়েছে যে, সত্য হলো সাদিক নবীপাক সঃ, সিদ্দিকা ফাতিমা অঃ, সিদ্দিক আলী আঃ সিদ্দিক হাসান আঃ ও সিদ্দিক হুসাইন আঃ ...আর মিথ্যাবাদী হলো তারা, যারা এই পবিত্র পাক পাঞ্জাতনের সত্যতার মোকাবেলায় নিজেদের হাজির করে ৷
(৪) উপরের সুরা আলে ইমরানের আয়াতের আলোকে মুনাফেক হলো তারা, ......
......(ক) যারা সত্যবাদী সিদ্দিক আল আকবর আলী আঃএর পরিচয়কে গোপন করে, এমন কি এটাও বলেছেঃ হযরত আলী মদ খেয়ে নামাজে সুরা ভুল পড়েছে ৷ (নাউজুবিল্লাহ) ....যারা এটা বলে বেড়ায় তারা মুনাফেক ৷
......(খ) যারা বাগে ফাদাক প্রসঙ্গে .... সিদ্দিকা তাহেরা পবিত্রা ফাতিমা আঃকে "খাতা পর থি" অর্থাৎ তারা ফাতিমা (আঃ)কেই বাগে ফাদাকের মিথ্যাদাবীদার হিসাবে প্রচার করে ৷ (নাউজুবিল্লাহ)
....যারা এটা বলে বেড়ায় তারা মুনাফেক ৷
......(গ) যারা বলে হুসাইন (আঃ) বাগী, হুসাইন নাকি এজিদের খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তারা মুনাফেক ৷
এইসব মুনাফেক থেকে তোমরা দূরে থাকবে এবং নবীপাকের আহলে বাইতের সত্যতা সব সময় তুলে ধরবে, তাঁদের সত্যতা চেপে দেবে না, বরং যারা নবীপাকের আহলে বাইতের সত্যতা চেপে দিয়েছে তারাই মুনাফেক, তারাই তোমদের শত্রু ৷ যেহেতু তোমরা আহলে বাইতের সত্য'কে তুলে ধরো তাই মুনাফেকরা তোমাদের পিছনে শত্রুতা করে ৷
দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।