۱۴ مهر ۱۴۰۳ |۱ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 5, 2024
মাওলানা আসগার আলী গাইন
মাওলানা আসগার আলী গাইন

হাওজা / আহলে সুন্নাত সম্প্রদায়ের মাঝে ইমাম হোসায়েন (আ:)এর শোকানুষ্ঠান।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগানাহ জেলার অন্তর্গত বাদুড়িয়া থানা আমোতপূর গ্রামে আহলে সুন্নাতদের পক্ষ থেকে ইমাম হোসায়েন (আ:) এর মজলিসের আয়োজন করা হয়।

উক্ত মজলিসে বক্তব্য রাখেন মাওলানা আসগার আলী গাইন সাহেব কিবলা (পেশ ইমাম আমরুলগাছা)

উক্ত মজলিসে তিনি আহলে বাইত (আ:) সম্পর্কে আলোচনা করেন।

تبصرہ ارسال

You are replying to: .