۱۴ مهر ۱۴۰۳ |۱ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 5, 2024
মাওলানা আসগার আলী সাহেব
মাওলানা আসগার আলী সাহেব

হাওজা / হাসনাবাদ থানা আমরুলগাছা এলাকায় ১৮ বানিহাশিম উপলক্ষে মজলিসের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত হাসনাবাদ থানা আমরুলগাছা এলাকায় ১৮ বানিহাশিম উপলক্ষে মজলিসের আয়োজন করা হয়। উক্ত মজলিসে বক্তব্য রাখেন জনান মাওলানা আসগার আলী সাহেব কিবলা।

মাওলানা সাহেব উক্ত মজলিসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তিনি বলেন, দুনিয়াতে যা কিছু আছে সবার সম্পর্কে কোরআনে বর্ণনা আছে।

تبصرہ ارسال

You are replying to: .