۱۴ اردیبهشت ۱۴۰۳ |۲۴ شوال ۱۴۴۵ | May 3, 2024
News ID: 373499
19 اکتوبر 2021 - 20:23
মীরসে মুহাম্মাদী
মীরসে মুহাম্মাদী

হাওজা / এ বিপ্লবী সংগীতটির নাম : মীরসে মুহাম্মাদী ( অর্থাৎ হযরত মুহাম্মদ সা:-এর ঐতিহ্য ইসলাম)

নসরুম মিনাল্লাহ ( মহান আল্লাহর সাহায্য ও মদদ) তব ঝাণ্ডায় চির অঙ্কিত নিশানা ( চিহ্ন বা প্রতীক)

তব অস্তিত্ব ও গৌরবের জামানত ইন্না ফাতাহনা ( আমরা বিজয় দান করেছি)   (মীরসে মুহাম্মাদী)

মানুষ তৈরীর খোদায়ী দ্বীন তুমি হে ইসলাম

তোমা হতে বিদূরিত সকল অমঙ্গল - সকল অকল্যাণ

নূরনবী মুস্তাফার (সা:) মহান ঐতিহ্য তুমি হে ইসলাম

প্রেম-ভালোবাসা ও আযাদীর অগ্রদূত তুমি হে ইসলাম

মানবজাতির আশার আলো তুমি হে ইসলাম

মোদের প্রাণের চেয়েও প্রিয় ও সম্মানিত তুমি হে ইসলাম  .... (২ বার)

চির আলোকোজ্জ্বল রবি তুমি হে ইসলাম

হে চিরন্তন তৌহীদী মতাদর্শ আমাদের দ্বীন ইসলাম

চির প্রবহমান ঝর্ণা মোদের ঈমান

চিরঞ্জীব পথপ্রদর্শক মোদের ধর্মগ্রন্থ কুরআন

ন্যায় ও আদালতের (সুবিচার) অক্ষ তুমি হে ইসলাম

সত্যের অতন্দ্র প্রহরী তুমি হে ইসলাম

সৌভাগ্যের রত্নালংকার তুমি হে ইসলাম

শাহাদাতের অমৃত সুধা ধামে উত্তরণের সোপান তুমি হে ইসলাম

উত্থাল তরঙ্গ মালা সৃষ্টি কারী , তূফানের ক্রোধ তুমি হে ইসলাম

সত্য ও স্বাধীনতার রক্ষক তুমি হে ইসলাম ....(২বার)

ইসলামের সুশীতল ছায়ায় প্রতিপালিত সালমান

বীর পুরুষ প্রতিপালন কারী ইসলামের ক্রোরেই বিকশিত ( হয়েছে ) আবূ যার ও আম্মার

(ইসলামের) সুউচ্চ দ্বারমণ্ডপের খিলানোপরি হতে ( প্রদীপের মতো) আলীর (আঃ) নাম সদা দীপ্তিমান

(উম্মাহর) ধমনী - শিরায় শহীদদের খুন চির প্রবহমান

যখন পবিত্রাত্মাদের পথই মোদের পথ

তখন মোদের দৃষ্টি হোক পবিত্রতা বর্ষী

হোক অসীম ঐশ্বরিক অনুগ্রহ ও করুণা মোদের সহায় ও ঠিকানা

মোদের বিজয় গৌরবই হোক মোদের (বিশ্বাসের) সাক্ষী

শয়তানের সকল তন্ত্রমন্ত্র হতে মুক্ত মোরা

মহান স্রষ্টার অশেষ করুণার উপর স্থির ও স্থিত  মোরা

মোদের আছে নূর নবী মুস্তাফার (আঃ) মতো প্রতিমা ধ্বংস কারী মহাবীর

মোদের রয়েছে আলীর (আঃ) মতো শত্রু নিধন কারী  বিখ্যাত রণবীর

নরনারী নির্বিশেষে মোদের কাঁধে অর্পিত আছে রক্ত লাল পতাকা

শাহাদাতের উপত্যকায় মোদের আছে সফেদ কাফন পরিহিত শহীদানের কাফেলা

নাসরুম মিনাল্লাহ তব ঝাণ্ডার চির অঙ্কিত নিশানা

তব অস্তিত্ব ও গৌরবের জামানত ইন্না ফাতাহনা

(অনুবাদ: মুহাম্মাদ মুনীর হুসাইন খান)

১২ রবীউল আওওয়াল , ১৪৪৩ হি.

تبصرہ ارسال

You are replying to: .