۱۴ اردیبهشت ۱۴۰۳ |۲۴ شوال ۱۴۴۵ | May 3, 2024
মহানবী ( সা:)
মহানবী ( সা:)

হাওজা / রবীউল আওওয়াল মাস সর্বশ্রেষ্ঠ মহামানব সৃষ্টিকূল শিরোমণি সাইয়েদুল মুরসালীন ( নবীদের নেতা) খাতামুন নাবীয়ীন ( সর্বশেষ নবী) হযরত মুহাম্মদ মুস্তফা ( সা:) -এর জন্ম গ্রহণ ও পৃথিবীতে তাঁর শুভাগমণের মাস ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, রবীউল আওওয়াল মাস সর্বশ্রেষ্ঠ মহামানব সৃষ্টিকূল শিরোমণি সাইয়েদুল মুরসালীন ( নবীদের নেতা) খাতামুন নাবীয়ীন ( সর্বশেষ নবী) হযরত মুহাম্মদ মুস্তফা ( সা:) -এর জন্ম গ্রহণ ও পৃথিবীতে তাঁর শুভাগমণের মাস । আহলুস সুন্নাহর প্রসিদ্ধ মতানুসারে মহানবী (সা:) ১২ রবীউল আওওয়াল জন্ম গ্রহণ করেন এবং আহলুল বাইত ( আঃ) এবং তাঁদের অনুসারী ইমামীয়া ইসনা আশারী শিয়া মুসলমানদের প্রসিদ্ধ মতানুসারে মহানবীর ( সা:) শুভ জন্মদিন ১৭ রবীউল আওওয়াল ।

 ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পর মুসলিম উম্মাহর বিশেষ করে আহলুস সুন্নাহ মুসলমান এবং শিয়া মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপনের কার্যকর পদক্ষেপ স্বরূপ ১২ রবীউল আওওয়াল থেকে ১৭ রবীউল আওওয়াল ইসলামী ঐক্য সপ্তাহ ঘোষণা করে ইসলামী প্রজাতন্ত্র ইরান । আমরা মহানবী ( সা ) - এর শুভ জন্মদিন ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারক বাদ ।

মহানবী ( সা ) - এর শুভ জন্মদিন ,  ইসলামী ঐক্য সপ্তাহ  এবং রবীউল আওওয়াল মাস মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনুক ঐক্য , সুখ - শান্তি ও সমৃদ্ধি । মহানবী ( সা: ) সমগ্র মানব জাতির কাছে প্রেরিত রহমত স্বরূপ ( وَ مَا أَرْسَلْنَاکَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِيْنَ  এবং আমরা আপনাকে কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি সকল বিশ্ববাসীর কাছে ।)।

 মহানবী ( সা:) সকল মানব জাতির জন্য বরণীয় ও অনুসরণীয় আদর্শবান মহাপুরুষ । কারণ পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে : নিশ্চয়ই রাসূলুল্লাহ ( সা: )- এর মাঝে তোমাদের জন্য রয়েছে সুন্দর ( উত্তম) আদর্শ (  لقد کان لکم في رسول الله أسوة حسنة ) ।

 মহান আল্লাহ কে ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে মহানবী ( সা ) এর নি:শর্ত নিরঙ্কুশ অনুসরন ( আপনি বলে দিন : যদি তোমরা মহান আল্লাহকে ভালোবাসো তাহলে আমার (মহানবী সা:) অনুসরণ কর , (যদি তোমরা আমার অনুসরণ কর তাহলে) মহান আল্লাহ পাকও  তোমাদেরকে ভালোবাসবেন ( قُلْ : إِنْ کُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِيْ یُحْبِبْکُمُ اللّٰهُ) ) । মহানবী ( সা: ) চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণাবলী এবং নীতি নৈতিকতার পূর্ণতা বিধানকারী : আমি উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণাবলীর পূর্ণতা বিধানের জন্য প্রেরিত হয়েছি ( إني بعثت لأتمم مکارم الأخلاق ) ।

তাই পবিত্র কুরআনের বিধিবিধান ও মহানবীর ( সা:) সুন্নাহ ও শিক্ষার অনুসরণের কোনো বিকল্প নেই মুসলিম উম্মাহর ।

( মুহাম্মাদ মুনীর হুসাইন খান)

১২ রবীউল আওওয়াল ১৪৪৩ হি.

تبصرہ ارسال

You are replying to: .