۱۶ اردیبهشت ۱۴۰۳ |۲۶ شوال ۱۴۴۵ | May 5, 2024
ব্রিটেনে করোনা মৃত্যুর সংখ্যা বাড়ছে
ব্রিটেনে করোনা মৃত্যুর সংখ্যা বাড়ছে

হাওজা / ব্রিটেনে করোনা মৃত্যুর সংখ্যা বাড়ছে ! গতকাল ২৯ অক্টোবর ১৮৬ , ২৮ অক্টোবর ১৬৫ , ২৭ অক্টোবর ২০৭ , ২৬ অক্টোবর ২৬৩ , ২৫ অক্টোবর ৩৮ , ২৪ অক্টোবর ৭৪ , ২৩ অক্টোবর ২০২১ ১৩৫ জন মারা গেছে ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ব্রিটেনে করোনা মৃত্যুর সংখ্যা বাড়ছে ! গতকাল ২৯ অক্টোবর ১৮৬ , ২৮ অক্টোবর ১৬৫ , ২৭ অক্টোবর ২০৭ , ২৬ অক্টোবর ২৬৩ , ২৫ অক্টোবর ৩৮ , ২৪ অক্টোবর ৭৪ , ২৩ অক্টোবর ২০২১ ১৩৫ জন মারা গেছে । প্রায় দশ মাসের অধিক কাল ধরে করোনা অ্যাস্ট্রোযেনেকা ভ্যাকসিন ব্যাপক ভাবে দেয়ার পর  ব্রিটেনে এ মৃত্যু সংখ্যা যা অনেক কমে গিয়েছিল তা কেন আবার বর্তমানে বেড়ে গেছে ?!

তা হলে নতুন করোনা ভ্যারিয়েন্টের বরাবরে বর্তমান ভ্যাক্সিনের কার্যকারিতা কম নাকি করোনা টিকাদান কর্মসূচি ১০ মাস গত হয়ে যাওয়ার পর করোনা টিকা সৃষ্ট ইমিউনিটি কি কমে যাচ্ছে বলে এ মৃত্যু সংখ্যা উর্ধ্বগামী হয়েছে ও বেড়ে গেছে এবং এখন আবার বুস্টার ডোয্ দেয়া জরুরি হয়ে পড়েছে    (ব্রিটেনে করোনা) ?!!

কোনটা ?

অথচ বাংলাদেশে এ পর্যন্ত টিকাদান কর্মসূচি ব্রিটেনের মতো ব্যাপক ও বিস্তৃত ছিল না যদিও সাম্প্রতিক মাসগুলোতে টিকাদান ব্যাপক হয়েছে বাংলাদেশে । অনেকেই বাংলাদেশে করোনায় মৃত্যু সংখ্যা হ্রাস পাওয়ার বিষয়টা টিকাদানের সাথে সংশ্লিষ্ট বলে প্রচার করছেন। কিন্তু যেভাবে ডেলটা ভ্যারিয়েন্ট ভারতে ছড়িয়ে ব্যাপক ভয়াবহতা ও বিভীষিকা সৃষ্টি ও প্রতিদিন হাজার হাজার মৃত্যু ঘটিয়েছিল কিন্তু সে রকম তাণ্ডব লীলা খেলা খেলা ভ্যারিয়েন্ট বাংলাদেশে দেখায় নি । তবে মৃত্যু সংখ্যা বেশকিছু দিন ৪০ - ৫০ বেড়ে ২০০ - এর কিছু বেশি দাঁড়ায় । তারপর আবার তা ড্রপ করে আগের চেয়েও কমে যায় । আর এ বিষয়টা ভ্যাক্সিনের সাথে যতটা জড়িত তার চেয়ে নির্দিষ্ট সময়কাল ধরে করোনা ভ্যারিয়েন্ট পিক বা শীর্ষে ওঠার পর আবার তা নীচে নেমে আসার সাথে বেশি জড়িত ও সংশ্লিষ্ট । কারণ পিকে যখন যেতে থাকে তখন তা খুবই শক্তিশালী থাকে এবং যারা এ ভাইরাসে বেশি প্রণ বা ঝুঁকিগ্রস্ত তাদের মৃত্যু সংখ্যা বেড়ে যায় । আবার পিকে ওঠার পর যখন তা নামতে থাকে তখন এর অর্থ হচ্ছে কালোক্রমে ভ্যারিয়েন্ট দুর্বল হয়ে যাওয়ার কারণে মৃত্যু হার ও সংখ্যায় পতন ঘটে ও তা কমে যেতে থাকে । আর এ অবস্থা সম্ভবত ঘটে থাকতে পারে । বাংলাদেশের সাধারণ জনগণের ইমিউনিটি ভালো থাকার কারণে ঘনবসতিপূর্ণ এদেশে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় মৃত্যু বরণ করে নি । তাই বিষয়টা ভালো ভাবে চিন্তা ভাবনা ও গবেষণা প্রয়োজন ।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .