হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদেহ দীর্ঘদিন জনসমক্ষে আসেননি বলে জানাগিয়ে ছিল কিন্তু এখন তিনি জনসমক্ষে এসেছেন।
তার মৃত্যু হয়েছে এমন একটি গুজবও ছড়িয়ে পড়েছিল। সব কিছু উড়িয়ে দিয়ে অবশেষে ফের জনগণকে দেখা দিয়েছেন তিনি। রবিবার (৩১ অক্টোবর) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে জনসমক্ষে এসেছেন আখুন্দজাদা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এমন এক সিনিয়র তালেবান নেতা এ তথ্য জানিয়েছেন রয়টার্সকে। কান্দাহারের একটি ধর্মীয় বিদ্যালয় জামিয়া দারুল আলুম হাকিমিয়া পরিদর্শন করেন আখুন্দজাদা।
যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়ার পর গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। ইসলামি কট্টরপন্থী এই গোষ্ঠী সেপ্টেম্বরে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে।