হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সপ্তদশ অমীয় বাণী। (সমস্যা সমাধানের জন্য বারোটি সংকলক : আল্লামা শেখ আব্বাস কুম্মী (রহঃ) দোয়া সহ) বিষয় : আমানত ও আত্মীয় বন্ধন রক্ষা করা।
আল্লামা মজলিসী (রহঃ) হোসায়েন ইবনে সাঈদ আহওয়াজী থেকে বর্ণনা করেছেন এবং তিনি ইমাম মুহাম্মদ বাক্বির (আঃ) থেকে বর্ণনা করেছেন : একদা এক ব্যক্তি জনাব আবুযার (রহঃ)-কে সুসংবাদ দিল, আপনার ছাগল বাচ্চা জন্ম দিয়েছে এবং এখন তাতে অনেক বৃদ্ধি ঘটছে। প্রত্যুত্তরে জনাব আবুযার (রহঃ) বলেন : তাদের বংশ বিস্তারে আমাকে আনন্দ দেয় না এবং আমি এটা পছন্দও করি না। সুতরাং যা সল্প তবে তা যথেষ্ট, তার থেকে অনেক উত্তম যা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে (অধিক পরিমাণে লোভীসূলভ)। কারণ আমি রাসূল আল্লাহ (সাঃ) থেকে শুনেছি :
یَقُوْلُ عَلٰی حَافَتِی الصِّرَاطِ یَوْمَ الْقِیَامَةِ اَلرِّحْمُ وَ الْاَمَانَةُ فَاِذَا مَرَّ عَلَیْهِ الْوُصُوْلُ لِلرَّحِمِ الْمُوٴَدِّی الْاَمَانَةِ لَمْ یَتَکَفَاءَ بِه فِی النَّارِ
"কিয়ামতের দিন পুলে সিরাত এর দুই পাশে রহমত ও আমানত থাকবে।
সুতরাং যখন আত্মীয় বন্ধন রক্ষার্থী ও আমানত আদায় কারী ব্যক্তি প্রস্থান করবে তখন তারা উভয়েই তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে।"
সাফিনাতুল বিহার খন্ড ১ পৃষ্ঠা ৪১..
অন্য একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, আত্মীয় বন্ধন ছিন্ন কারী এবং আমানতে বিশ্বাসঘাতকতা কারী ব্যক্তি যখন পুলে সিরাত এর উপরে পৌঁছাবে তখন সেখানে কোনো আমল উপকারে আসবে না। বরং পুলে সিরাত তাকে নরকে নিক্ষেপ করবে।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।
অনুবাদ: হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী (নাজাফ ইরাক)