۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
আমেরিকার চুরির চেষ্টা রুখে দিল ইরান
আমেরিকার চুরির চেষ্টা রুখে দিল ইরান

হাওজা / ওমান সাগরে ইরানি তেল চুরির মার্কিন চেষ্টা রুখে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ওমান সাগরে ইরানি তেল চুরির মার্কিন চেষ্টা রুখে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। রপ্তানির জন্য একটি জাহাজে করে ইরানি তেল নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় মার্কিন বাহিনী এটির গতিরোধ করে এবং জাহাজ থেকে ইরানি তেল খালাস করে অন্য আরেকটি জাহাজে ভরে তা অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

এ সময় হাজির হয় ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনীর নৌ ইউনিট। ইরানি নৌসেনারা ক্ষিপ্রগতিতে অভিযান পরিচালনা করে। তারা হেলিকপ্টারের সাহায্যে ঐ জাহাজে অবতরণ করে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

ইরানের সাহসী সেনারা মার্কিন সহযোগিতায় তেল চুরির সঙ্গে যুক্ত জাহাজটিকে জোরপূর্বক ইরানি পানি সীমায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। যে জাহাজে করে আমেরিকা ইরানি তেল চুরি করে নিয়ে যাচ্ছিল সেটার পেছনে তাদের কয়েকটি যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার ছিল। কিন্তু ইরানি বাহিনীর সঙ্গে পেরে ওঠেনি।

মার্কিন বাহিনী প্রথমে চেষ্টা চালায় ইরানি সেনারা যাতে ঐ জাহাজের কাছে ভিড়তে না পারে। এতে ব্যর্থ হয় মার্কিন বাহিনী।

এরপর ইরানের পানিসীমার দিকে যখন জাহাজটিকে নিয়ে আসা হচ্ছিল তখনও জাহাজটির গতিরোধ করার চেষ্টা চালিয়েছে মার্কিন বাহিনী। এ ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে তারা। মার্কিন সহযোগিতায় ইরানের তেল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টাকারী জাহাজটি এখন ইরানের পানিসীমায় আইআরজিসি'র নিয়ন্ত্রণে রয়েছে।

تبصرہ ارسال

You are replying to: .