হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস মুসনাদে আহমাদ, আল মুস্তাদরাক-হাকেম পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
أَيُّهَا النَّاسُ، لَا تَشْكُوا عَلِيّاً، فَو اللهِ إِنَّهُ لَأَخْشَنُ فِيذَاتِاللهِ، أَوْ فِي سَبِيلِ اللهِ.
হে লোকসকল! আলীর বিরুদ্ধে নালিশ করতে যেও না। সে আল্লাহর কারণে অথবা তাঁর সন্তুষ্টির জন্যেই কঠোর হয়।
(মুসনাদে আহমাদ ৩:৮৬, আল মুস্তাদরাক-হাকেম ৩:১৩৪)