۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
করোনা
করোনা

হাওজা / গড়ে জনগণের ৮০%এর অধিক করোনা টিকা করণের পরেও সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পেয়ে ইউরোপ আবার কেন বিশ্বে কোভিড মহামারীর কেন্দ্র স্থলে পরিণত হল ?

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, গড়ে জনগণের ৮০%এর অধিক করোনা টিকা করণের পরেও সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পেয়ে ইউরোপ আবার কেন বিশ্বে কোভিড মহামারীর কেন্দ্র স্থলে পরিণত হল ? বিশ্বব্যাপী গড়ে গত ৭ দিনের ( ৭ - ১৩ নভেম্বর ২০২১ ) সংক্রমণের অর্ধেকের বেশি এবং বিশ্বে করোনায় সাম্প্রতিক মৃত্যুবরণকারীদের প্রায় অর্ধেক হচ্ছে ইউরোপে ।

এখন বিশ্বে ইউরোপেইকরোনায় মৃত্যু হার সবচেয়ে বেশি । এ সব কেন হচ্ছে ও ঘটছে ? যে নেদারল্যান্ডে সবচেয়ে বেশি টিকাকরণ ( ৮৬%) আঞ্জাম দেয়া ( সম্পন্ন করা ) হয়েছে সেখানে কেন সরকার লকডাউনে যাচ্ছে এত ব্যাপক টিকাদান কর্মসূচি বাস্তবায়নের পরে ?! ( নেদারল্যান্ডে সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে এমনকি ব্যাপক টিকা করণের পরেও।) এত ব্যাপক টিকাদানের পর কেন বলা হচ্ছে : " সর্বত্র ভাইরাস রয়েছে এবং লড়াই করা দরকার ।"?! ইউরোপে এত ব্যাপক টিকাদানের পরেও কেন সে মহাদেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু হার বাড়াকে ঝড়ের মেঘ বলা হচ্ছে ?! এ সব প্রশ্নের সঠিক ও সন্তোষজনক জবাব কে দেবে ? ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ , ইউরোপীয় সরকার সমূহ , হু ( বিশ্ব স্বাস্থ্য সংস্থা ) ও আন্তর্জাতিক সংস্থাসমূহ ?!

তাই করোনা ভ্যাক্সিন ও টিকাকরণ নিয়ে এত মাতামাতি কতটা সঠিক , যুক্তিসংগত ও বাস্তব ?

মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .