হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস আল মানাকিব- ইবনে মাগাযেলী, আল মুস্তাদরাক-হাকেম, আল মু’জামুল কাবীর- তাবারানী পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
مَنْ فَارَقَ عَلِيّاً فَقَدْ فَارَقَنِي وَ مَنْ فَارَقَنِي فَقَدْ فَارَقَ اللهَ عَزَّوَجَلَّ.
যে ব্যক্তি আলী থেকে পৃথক হয় সে আমা থেকে পৃথক হলো আর যে আমা থেকে পৃথক হলো সে মহান আল্লাহ থেকে পৃথক হয়ে গেল।
(আল মানাকিব- ইবনে মাগাযেলী ২৪০/২৮৭, আল মুস্তাদরাক-হাকেম ৩:১২৪, আল মু’জামুল কাবীর- তাবারানী ১২:৩২৩/১৩৫৫৯)