۵ اردیبهشت ۱۴۰۳ |۱۵ شوال ۱۴۴۵ | Apr 24, 2024
ইয়েমেন
ইয়েমেন

হাওজা / সৌদি আরবের বেশ কয়েকটি শহরে শনিবার ১৪টি ড্রোন হামলার দাবি করছে ইয়েমেনের হুথিরা।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের বেশ কয়েকটি শহরে শনিবার ১৪টি ড্রোন হামলার দাবি করছে ইয়েমেনের হুথিরা। এ ঘটনার পর সৌদি জোট ইয়েমেনে হুথিদের ১৩টি লক্ষ্যবস্তুকে সৌদি নেতৃত্বাধীন জোট পাল্টা হামলা চালিয়েছে।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এক সংবেদ সম্মেলনে বলেন, তারা সৌদি আরবের জেদ্দায় অ্যারামকোর তেল শোধনাগারে হামলা চালিয়েছে। সেই সাথে রিয়াদ, জেদ্দা, আবহা, জিজান ও নিজরান তাদের লক্ষ্যবস্তু ছিলো।

সারি আরও বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন ও ইয়েমেনে তাদের আধিপত্য ও অপরাধ ঠেকাতে এ হামলা চালানো হয়েছে।

তবে এই ড্রোন হামলা নিয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনও। তবে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ইয়েমেনে জোটের অভিযানে রাজধানী সানায় অস্ত্রের ডিপো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে ক্ষয়ক্ষতি হয়েছে সাদা ও মারিব প্রদেশেও।

تبصرہ ارسال

You are replying to: .