হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ আলমজাদে নূরী হাওজা-এ-ইলমিয়া খাওয়ারান সেমনান-এর ছাত্রীদের স্বাগত জানান এবং 'বাসিজ' সপ্তাহ উপলক্ষে তাদের অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, ছাত্র ছাত্রীরা ইমাম মাহদী (আ.)-এর সৈনিক এবং যে ব্যক্তি ইমাম মাহদী (আ:)-এর সৈনিক হতে চায় সে যেন গুনাহ থেকে দূরে থাকে এবং সালাত আদায় করে।
আলমজাদে নূরী বলেন যে ইমাম মাহদী(আ:)-এর খেদমত শুধু তাহাজ্জুদ নামায পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং উত্তম নৈতিকতার অধিকারী হয়ে ইমাম (আ:)-কে সাহায্য করা একজন সৈনিকের লক্ষণ৷ যদি আমরা ধর্ম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে জীবনের সর্বক্ষেত্রে ধর্মের বিধান মেনে চলতে হবে।
হুজ্জাতুল ইসলাম আলমজাদে নূরী বলেন, ছাত্র ছাত্রীরা যদি ধর্মকে গুরুত্বপূর্ণ মনে করে তাহলে তারা একজন প্রচারক ও দ্বীনের সৈনিক হবে। ধার্মিক ছাত্রদের উচিত দ্বীনের শিক্ষা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আগে অনুসরণ করা।