লেখা: মুস্তাক আহমদ (সত্যের পথে)
আল্লাহর পাঠানো শেষ ঐশী কিতাবের নামঃ "আল কোরআন" ৷ কোরআনকে বলা হয় জীবন্ত মোজেজা ৷ এই জীবন্ত মোজেজা কোরআনের মোজেজা আমরা দেখলাম গতকাল ৷
গত এক বছর থেকে ওয়াসিম রিজভী নামে এক মালাউন কোরআনের ২৬-টি আয়াত পরিবর্তনের নামে সুপ্রিমকোর্টে রিট করে এবং নিজস্ব প্রচেষ্টায় পবিত্র কোরআন থেকে ২৬-টি আয়াত বাদ দিয়ে একটি নতুন কোরআন তৈরী করে ৷ আমরা তারপর থেকে তাকে ওয়াসিম রুসদি নামে ডাকা শুরু করি ৷
১৪০০ বছর পূর্বে নবীপাকের নিকট পবিত্র কোরআন যা নাজিল হয়েছে তাই আছে ও থাকবে ৷ কেউ একটি অক্ষরের পরিবর্তন করতে পারবে না ৷
কিন্তু মজার বিষয় যে ব্যক্তি কোরআন পরিবর্তন করতে এসেছিল, সে নিজেই আজ পরিবর্তন হয়ে গেলো ৷ সে ছিল ওয়াসিম রিজভী, আর সে এখন পরিবর্তন হয়ে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী ৷ এসেছিল কোরআন পরিবর্তন করতে, কিন্তু নিজেই পরিবর্তন হয়ে গেলো ৷ একেই বলে কোরআনের জীবন্ত মুজেজা ৷
সত্যের দাঁড়িপাল্লার নাম আল কোরআন ৷ আল্লাহর মিজান আল কোরআনে হাত দিলে তার শক্তির রূপ কতটা আজ তাই ওয়াসিম রুসদির অবস্থার পরিণতি চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিলো ৷