মুস্তাক আহমদ (সত্যের পথে)
জায়োনিষ্ট প্রভাবিত ব্রাহ্মণ্যবাদীর ক্ষমতায় টিকে থাকার মূল রসদ হলো 'মানুষে মানুষে বিচ্ছিন্ন ঘটানো ৷ বিচ্ছিন্নতা হলো এমন দূর্বলতা যা মানুষকে দাসত্বে পরিনত করে ৷
আধুনিক বিশ্বে জায়োনিষ্ট দাজ্জালি চিন্তাধারার দালালরা ওয়াশিম রিজভীকে মুরিদ বানিয়ে ছিলো ৷ বিশ্বের বুকে শিয়া সুন্নী বিচ্ছিন্নতা একটি উমাইয়া ক্ষত ৷ সেই ক্ষতকে সকল অবৈধ ক্ষমতাধারীরা লালিত পালিত করে এসেছে যুগ যুগ ধরে ৷
ওয়াশিম রিজভী কোরআন পরিবর্তনের নামে এসেছিল বিচ্ছিন্নতাকে নতুন রং দিতে ৷ এ জন্য তাকে অর্থ ও ক্ষমতা দেওয়া হয়েছিল ৷ ওয়াশিম রিজভী খুব ভালো ভাবে জানতেন যে, কোরআন পরিবর্তনশীল নয় ৷ আসলে তার উত্থানের মূলত কারণ ছিল শিয়া সুন্নী লড়াইকে হওয়া দেওয়া ৷
কিন্তু ১৯৭৯ সালে আয়াতুল্লাহ সৈয়দ রুহুল্লাহ খোমেনী (রহঃ) বিল্পব আনেন ৷ তাঁর হাত ধরে ইসলামিক বিল্পবের প্রভাবে ভারতসহ সমগ্র বিশ্ব এতটা প্রভাবিত করেছে যে, তার জন্য শিয়া সুন্নীর ঐক্যটি মজবুত হতে থাকে ৷ এর ফলে ওয়াশিম টাকা খেয়েও শিয়া সুন্নির মধ্যে দাঙ্গা বানাতে অক্ষম হয়ে পড়ে ৷
শিয়া সুন্নীর মধ্যে যখন দাঙ্গা বানানো সম্ভব হয়নি, তখন সে অবশেষে ইসলামের নবী সঃএর সম্মানহানী করে বই প্রকাশ করে ৷ এই বই প্রকাশের কারনও শিয়া সুন্নীর মধ্যে ঝামেলা লাগানো৷
কিন্তু আয়াতুল্লাহ সৈয়দ রুহুল্লাহ খোমেনী (রহঃ)এর ঐক্যের বার্তাটি আজও এতটা জীবন্ত আছে যে, তারজন্য শিয়া সুন্নী দাঙ্গা বানানো যায় নি ৷
যখন শিয়া সুন্নীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটনো সম্ভব হয়নি, তখন ওয়াশিম রিজভী নিরুপায় হিন্দু ধর্ম গ্রহন করতে বাধ্য হয় ৷ কারন তার ধারাবাহিক শয়তানী চক্রান্তে শিয়ারা তাকে বয়কট করেই দিয়েছিল ৷
যেহেতু শিয়াদের পক্ষ হতে সে বয়কট হয়ে পড়ে এবং অপরদিকে তার নামে বিভিন্ন কেশ ধার্য হয়, তখন সে নিরুপায় হয়ে হিন্দুধর্ম আত্মগোপন করে ৷ এই রাজনৈতিক আত্মগোপনটি তার জন্য মৃত্যুকুয়া, যে কুয়ায় সে নিজেই নিজেকে পতিত করেছে ৷
এক্ষেত্রে আয়াতুল্লাহ সৈয়দ রুহুল্লাহ খোমেনী (রহঃ)এর জয় ৷ বরং ইসলামের জয় এটি ৷ অপরদিকে কোরআনের জয় এটি ৷ সালমান রুসদীর শয়তানী চক্রান্তের বিরুদ্ধে আয়াতুল্লাহ সৈয়দ রুহুল্লাহ খোমেনী (রহঃ) ফতোয়া দিয়েছিলেন ৷ সেই ফতোয়াটিও ওয়াশিম রিজভীর ঘাড়ের উপরে পতিত হয়েছে, কারন ওয়াশিম রিজভীও নবীপাকের সম্মানের বিরুদ্ধে কলঙ্কিত করেছে ৷
আসলে ওয়াশিম রিজভী লানতের গেপ্তারে আবিষ্ট হয়েছে ৷ সে আজ থেকে মৃত্যু পর্যন্ত ভুল বকবে৷ সে বিপরীত মুখি লেকচার দিতে থাকবে, ....এভাবে আস্তে আস্তে হিন্দু সমাজ থেকেও সে বিতাড়িত হবে ৷