۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
মাওলানা মাসুম আলী গাজী
মাওলানা মাসুম আলী গাজী

হাওজা / তেইশতম অমীয় বাণী। গ্রন্থ শিরোনাম : চল্লিশটি অমীয় বাণী। (সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ)

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, গ্রন্থ শিরোনাম : চল্লিশটি অমীয় বাণী সংকলক : আল্লামা শেখ আব্বাস কুম্মী (রহঃ)। বিষয় : ব্যভিচার ও সমকামিতার নিন্দা।

মহান আলেম শেখ কুলাইনী (রহঃ) ইমাম জাফর সাদিক্ব (আঃ) থেকে বর্ণনা করেছেন :

তিনি (আঃ) বলেন :

"لِلزَّانِیْ سِتُّ خِصَالٍ ثَلاثٌ فِیْ الدُّنْیَا وَثَلاثٌ فِیْ الْآخِرَةِ

فَاَمَّا الَّتِیْ فِیْ الدُّنيا : فَاِنَّه یَذْهَبُ بِنُوْرِ الْوَجْهِ، وَ یُوْرِثُ الْفَقْرَ، وَ یُعَجِّلُ الْفَنَآءَ

وَ اَمَّا الَّتِیْ فِیْ الْآخِرَةِ : فَسُخْطُ الرَّبِّ جَلَّ جَلاله، وَ سُوْء الْحِسَابِ، وَ الْخُلُوْد فِی النَّارِ"

"ব্যভিচারের জন্য ছয়টি শাস্তি নির্ধারণ করা হয়েছে। তিনটি শাস্তি দুনিয়াতে এবং তিনটি শাস্তি আখেরাতে।

দুনিয়ায় যে তিনটি শান্তি দেওয়া হবে তা হল :

১) ব্যভিচারের ফলে মুখমন্ডলের জ্যোতি নষ্ট হয়ে যাবে।

২) দারিদ্র্য ও দুর্দশা গ্রাস করবে।

৩) তার মৃত্যুকে ত্বরান্বিত করা হবে, অর্থাৎ এটি জীবনকে সংক্ষিপ্ত করবে।

আর আখেরাতের তিনটি শাস্তি হল :

১) আল্লাহর গজব ও ক্রোধ।

২) মন্দ হিসাব (কঠোরভাবে হিসাব নেওয়া হবে)

৩) এবং অনন্তকাল পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে।

মোয়ায়েযুল আদাদীয়া পৃষ্ঠা ১৮৩..

মহান আলেম শেখ আব্বাস কুম্মী (রহঃ) বলেন, উল্লেখিত প্রবন্ধে প্রচুর রেওয়ায়েত বর্ণিত হয়েছে যে, না-মাহরাম নারীর গর্ভে শুক্রাণু প্রবেশ করানোর আযাব অত্যন্ত কঠিন।

মহান আলেম শেখ সাদুক্ব (রহঃ) হযরত রাসূল আল্লাহ (সাঃ) থেকে বর্ণনা করেছেন :

হযরত আদম (আঃ)-এর সন্তান (মানুষ) আল্লাহর কাছে এর থেকে আর কোন বড় পাপ সম্পাদন করে না যে, সে কোন নবী বা ইমামকে শহীদ করে, বা কাবাঘর ভেঙ্গে ফেলে, যাকে আল্লাহ তাঁর বান্দাদের কিবলা হিসেবে গণ্য করেছেন, বা তার শুক্রাণু এমন কোন নারীর গর্ভে প্রবেশ করবে যা তার জন্য হারাম।"

মিযানুল হিকমত পৃষ্ঠা ২৩৮..

অবৈধ সন্তানের কিছু লক্ষণ রেওয়ায়েতে বর্ণিত হয়েছে।

১) আহলেবায়েত (আঃ)-এর প্রতি বিদ্বেষ।

২) শিশু ওই হারাম জিনিসের অনুরাগী যার মাধ্যমে সে জন্মগ্রহণ করেছে অর্থাৎ ব্যভিচারের প্রতি অনুরাগী।

৩) দ্বীনকে অবজ্ঞা করা (দ্বীনের প্রতি অমনোযোগী)।

৪) মানুষের সাথে তার আচরণ খারাপ হওয়া, ভাইদের (দ্বীনি) সাথে তার অচরণ খারাপ হওয়া, ব্যভিচারের ফলে সে জন্মেছিল বা তার মা মাসিকের সময় গর্ভবতী হয়েছিল।

উল্লেখ্য সমকামিতার পাপ ব্যভিচারের চেয়েও গুরুতর এবং মহান আল্লাহ একটি জাতিকে সমকামিতার ফলেই ধ্বংস করেছেন।

রেওয়ায়েতে উল্লেখ হয়েছে যে, "সমকামিতা হল পায়ুপথ ছাড়াও কামনা পূর্ণ করা এবং পায়ুপথে প্রবেশ করার অর্থ হল আল্লাহকে অস্বীকার করা। আর যে ব্যক্তি কোন পুরুষের সাথে সহবাস (অর্থাৎ খারাপ কাজ) করবে কেয়ামতের দিন তাকে জানাবাতের অবস্থায় পুনরুত্থান করা হবে এবং দুনিয়ার পানি তাকে পবিত্র করবে না। তার উপর আল্লাহর গজব ও অভিশাপ বর্ষিত হবে। আর তার জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রাখবেন যা খুবই নিকৃষ্ট স্থান।"

মহান প্রজ্ঞাবান আলেম শেখ কুলাইনী (রহঃ) ইমাম জাফর সাদিক্ব (আঃ) থেকে বর্ণনা করেছেন :

"যে ব্যক্তি কামনা-বাসনার সাথে কোন ছেলেকে চুম্বন করবে, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দিবেন।"

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

تبصرہ ارسال

You are replying to: .