হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, জনাব মরহুম নূরুল ইসলাম খান যিনি দক্ষিণ চব্বিস পরগণার ঢোলাহাট থানার চন্ডিপুর গ্রামে জম্মগ্রহণ করেন, তুলনামূলক ভাবে ধর্মবিষয়ক বই পড়াশোনা করে তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন ৷
জামাতি ইসলামি সংগঠনে দীর্ঘদিন অতিবাহিত করেছেন ৷ অবশেষে ১৯৭৯ সালে ইরান বিল্পবের পর জ্ঞানগত বিল্পবের রূপরেখায় সত্যের সন্ধান পান তিনি ৷
জ্ঞান গবেষণায় বহু পথ অতিক্রম করে নবীপাকের রেখে যাওয়া "কোরআন ও আহলে বাইতের" সত্যতার খোঁজ পান ৷
তারপরে তিনি কিছু বই লিখেছেন বহু গবেষণা করে ৷
আজকের দিনে ২০০৩ সালের ১৬-ই ডিসেম্বর ধরাধাম ছেড়ে আল্লাহর সান্নিধ্যে গমন করেন ৷
তার মৃত্যুদিন উপলক্ষ্যে একটি ওয়েবনার রাখা হয়েছে channel satyer pathe এর উদ্যোগে ৷ আজ ভারতীয় সময় ঠিক সন্ধ্যা ৬-টার সময় সকলকে এই মনোজ্ঞ অনুষ্টানে অংশগ্রহন করার জন্য আবেদন করা হচ্ছে ৷
নিচের এই লিঙ্কে আলোচনা করা হবে https://meet.google.com/chw-manr-fgw
আলোচনা করবেনঃ
channel Win খ্যাত জনাব মওলানা সেখ সাবির রেজা সাহেব৷
নূরুল ইসলাম একাডেমীর প্রতিষ্টাতা জনাব মওলানা রিজওয়ান সালাম খান সাহেব
মাস্টার মহাশয় জনাব নজরুল ইসলাম খান সাহেব
মাস্টার মহাশয় জনাব ইদ্রিস আলী খান সাহেব
ও channel Satyer pathe সম্পাদক জনাব মুস্তাক আহমদ সাহেব এছাড়া আরো অনেক ৷