۱۵ مهر ۱۴۰۳ |۲ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 6, 2024
মনির
মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা / আহলুল বাইত ( আ .) থেকে এক রিওয়ায়ত অনুসারে ১৩ জুমাদাল উলা উম্মু আবীহা নবী দুহিতা হযরত ফাতিমা যাহরার ( আ.) শাহাদাত দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শোক ও তাসলিয়াত (সমবেদনা) ।

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

আহলুল বাইত ( আ .) থেকে এক রিওয়ায়ত অনুসারে ১৩ জুমাদাল উলা উম্মু আবীহা নবী দুহিতা হযরত ফাতিমা যাহরার ( আ.) শাহাদাত দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শোক ও তাসলিয়াত (সমবেদনা) ।

چادرت را بتکان روزی مارا بفرست.

ای که روزیه دو عالم همه از چادر توست.

আপনার চাদর ( জিলবাব অর্থাৎ বোরকার চাদর ) নাড়া দিয়ে আমাদের রুযী ও জীবিকা ( মহান আল্লাহর অনুমতি ক্রমে অর্থাৎ বিইযনিল্লাহ্ ) প্রেরণ করুন । হে হযরত ফাতিমা যাহরা ( আ . ) ! এ দুই জাগতের ( ইহকাল ও পরকাল মহান আল্লাহর অনুমতি ক্রমে ) তামাম রিযিক ( জীবিকা ) আপনার চাদর থেকেই ( উৎসারিত অর্থাৎ আপনার চাদরের উসিলায় সবার কাছে পৌঁছায় )।

زيارت حضرت فاطمة الزهراء عليها السلام :

হযরত ফাতিমা যাহরার ( আ .) যিয়ারত :

বিসমিল্লাহির রাহমানির রাহিম

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ .

اَلسَّلامُ عَلَيْكِ يا بِنْتَ رَسُولِ اللهِ ،

হে রাসূলুল্লাহর ( সা.) কন্যা ! আপনার উপর সালাম ;

اَلسَّلامُ عَلَيْكِ يا بِنْتَ نَبِىِّ اللهِ ، اَلسَّلامُ

হে মহান আল্লাহর নবীর ( সা.) কন্যা ! আপনার উপর সালাম ;

عَلَيْكِ يا بِنْتَ حَبيبِ اللهِ ، اَلسَّلامُ عَلَيْكِ

হে মহান আল্লাহর হাবীবের ( প্রিয় পাত্র / প্রিয় বন্ধু ) কন্যা ! আপনার উপর সালাম ; হে আল্লাহর খলীলের ( ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু ) কন্যা ! আপনার উপর সালাম ;

يا بِنْتَ خَليلِ اللهِ ، اَلسَّلامُ عَلَيْكِ يا

হে মহান আল্লাহর (মনোনীত)খাঁটি অকৃত্রিম বন্ধুর ( সাফী ) কন্যা ! আপনার উপর সালাম ;

بِنْتَ صَفىِّ اللهِ ، اَلسَّلامُ عَلَيْكِ يا بِنْتَ

হে মহান আল্লাহর আমীনের ( বিশ্বস্ত পাত্র / বিশ্বাস ভাজন / আমানতদার ) কন্যা ! আপনার উপর সালাম ;

اَمينِ اللهِ ، اَلسَّلامُ عَلَيْكِ يا بِنْتَ خَيْرِ

হে মহান আল্লাহর সর্বোত্তম সৃষ্টির কন্যা ! আপনার উপর সালাম ;

خَلْقِ اللهِ ، اَلسَّلامُ عَلَيْكِ يا بِنْتَ اَفْضَلِ

হে মহান আল্লাহর সকল নবী , রাসূল ও ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির ( হযরত মুহাম্মাদ সা.) কন্যা ! আপনার উপর সালাম ;

اَنْبِياءِ اللهِ وَرُسُلِهِ وَمَلائِكَتِهِ ، اَلسَّلامُ

হে সৃষ্টিকুল শ্রেষ্ঠ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সৃষ্টির কন্যা ! আপনার উপর সালাম ;

عَلَيْكِ يا بِنْتَ خَيْرِ الْبَرِّيَةِ ، اَلسَّلامُ عَلَيْكِ

হে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সকল জগত ও প্রজন্মের নারীদের নেত্রী ! আপনার উপর সালাম ;

يا سِيِّدَةَ نِساءِ الْعالَمينَ مِنَ الاَْوَّلينَ

وَالاْخِرينَ ، اَلسَّلامُ عَلَيْكِ يا زَوْجَةَ وَلِيِّ

হে মহান আল্লাহর ওয়ালী( বন্ধু ) এবং হযরত রাসূলুল্লাহর ( সা.) পরে সর্বোত্তম সৃষ্টির ( হযরত আলী আ. ) সহধর্মিণী ! আপনার উপর সালাম ;

اللهِ وَخَيْرِ الْخَلْقِ بَعْدَ رَسُولِ اللهِ ،

হে বেহেশতের অধিবাসী যুবকদের নেতৃদ্বয় ইমাম হাসান ( আ.) ও ইমাম হুসাইনের ( আ.) জননী ! আপনার উপর সালাম ;

اَلسَّلامُ عَلَيْكِ يا اُمَّ الْحَسَنِ وَالْحُسَيْنِ سَيِّدَىْ شَبابِ اَهْلِ الْجَنَّةِ ، اَلسَّلامُ عَلَيْكِ

হে শহীদা ( শাহাদাত বরণকারিনী ) সিদ্দীকা ( পরম সত্যবাদিনী ) ! আপনার উপর সালাম ;

اَيَّتُهَا الصِّدّيقَةُ الشَّهيدَةُ ، اَلسَّلامُ عَلَيْكِ

হে মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট ( রাদ্বীয়াহ ) এবং যাঁর প্রতি মহান আল্লাহও সন্তুষ্ট তিনি ( মার্দ্বীয়াহ ) ! আপনার উপর সালাম

اَيَّتُهَا الرَّضِيَّةُ الْمَرْضِيَّةُ ، اَلسـَّلامُ عـَلَيْكِ

হে জ্ঞানী গুণবতী পুণ্যবতী পবিত্রাত্মার অধিকারিণী মহিয়সি নারী ! আপনার উপর সালাম

اَيَّتـُهَا الْفاضِلـَةُ الزَّكِيـَّةُ ، اَلسـَّلامُ عـَلَيْكِ

হে মানব রূপী হাওরা ( অত্যন্ত ভদ্র সম্ভ্রান্তা বেহেশতী নারী ) ! আপনার উপর সালাম ।

اَيَّتـُهَا الْحَوْراءُ الاِْنْسِيَّة

واسه بقیه هم بفرستید تا همه سلام بدهـــند به بانوی بزرگ دو عالم حضرت فاطمه زهرا (سلام الله علیها )

সবার কাছে এ যিয়ারত নামাটি প্রেরণ করুন যাতে সবাই যেন জগতদ্বয়ের ( দুনিয়া ও আখেরাত ) মহিয়সি নারী হযরত ফাতিমা যাহরাকে ( আ.) সালাম দেয় ।

আর যিয়ারতে বর্ণিত হয়েছে যে হযরত ফাতিমা যাহরা ( আ .) হাওরা ইনসীয়াহ অর্থাৎ তিনি বেহেশতী হূরদের চেয়েও শ্রেষ্ঠ এবং সকল বেহেশতী হূরকেও তাঁর সঙ্গে তুলনাই করা সম্পূর্ণ বেমানান ও অনুচিত । তিনি ( আ.) অতুলনীয় সর্ব শ্রেষ্ঠা নারী ।

تبصرہ ارسال

You are replying to: .