۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
ফাতিমা (আঃ)-এর শোকানুষ্টান
ফাতিমা (আঃ)-এর শোকানুষ্টান

হাওজা / মজলুম ফাতিমা আঃ ছিলেন নবীকন্যা ৷ এটি সবাই জানলেও, তিনি যে শহীদ হয়েছিলেন তা কেউ জানেন না ৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মজলুম ফাতিমা আঃ ছিলেন নবীকন্যা ৷ এটি সবাই জানলেও, তিনি যে শহীদ হয়েছিলেন তা কেউ জানেন না ৷

বেলায়তে আলী (আঃ)-কে রক্ষা করতে গিয়ে প্রথম শহীদ হন ফাতিমা আঃ ৷ এই বিষয়টি উপস্থাপনা করার জন্য আজ সকাল দশটা থেকে এই শোকানুষ্টাটি আয়োজন করে RISIRC

উলুবেড়িয়া থেকে দক্ষিনে ১৫ কিমি দূরে দোড়ল গ্রামে এই অনুষ্টানটি হয় ৷ মজলিশ পড়তে উপস্থিত হয়েছিলেনঃ মওলানা মমতাজুল রহমান, যিনি ইরাক থেকে পড়াশোনা করে এসেছেন ৷ উপস্থিত ছিলেন টাকী সরনিয়ার বসাবসকারী মওলানা মুস্তাফা হোসেন ৷ এবং উপস্থিত ছিলেনঃ সত্যের পথে পত্রিকার সম্পাদক জনাব মুস্তাক আহমদ ৷

মা ফাতিমা আঃএর ফজিলতসহ মাসায়েব পাঠ হয় ৷ কিভাবে তার উপরে অত্যাচার জুলুম করেছে খলিফারা তা বর্নণা দেন উপস্থিত মওলানাগণ ৷

পরিশেষে গরীব মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় ৷ বেশকিছু গরীব অসহায় মানুষকে গায়ের চাদর তুলে দেয় উক্ত সোসাইটি

تبصرہ ارسال

You are replying to: .