۱۶ اردیبهشت ۱۴۰۳ |۲۶ شوال ۱۴۴۵ | May 5, 2024
News ID: 375518
22 دسمبر 2021 - 10:16
সামূদী আরবী বর্ণমালা
সামূদী আরবী বর্ণমালা

হাওজা / সামূদী আরবী বর্ণমালা ( الألفباء العربیة الثمودیة) যা ৩৫০০ বছর আগে আরব উপদ্বীপের ( অধুনা সৌদি আরব ) হিজায , নজদ ও তাবুক অঞ্চলে ব্যবহার করা হত ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, এই সামূদী আরবী বর্ণমালার সাথে প্রাচীন গ্রীক ও প্রাচীন ল্যাটিন বর্ণমালার সাদৃশ্য রয়েছে যা থেকে প্রমাণিত হয় যে ইউরোপীয় লিপি বা বর্ণমালার উৎপসত্তি আসলে সামূদী ফিনিকীয় ( Phoenician ) বর্ণমালা থেকে হয়েছে । তাই লিপি , বর্ণমালা , লিখন পঠন ও পাঠনের ক্ষেত্রে গ্রীক , ল্যাটিন অর্থাৎ ইউরোপীয়রা পশ্চিম এশিয়া অর্থাৎ মধ্য প্রাচ্যের কাছে চিরঋণী । শুধু ইউরোপীয়রাই নয় এশিয়া আফ্রিকা (যেমন : ভারত বর্ষ ) সবাই বর্ণমালা (স্বরবর্ণ ও ব্যাঞ্জন বর্ণ ) ভিত্তিক লিখন ও পঠন - পাঠন পদ্ধতির জন্য পশ্চিম এশিয়া ( মধ্যপ্রাচ্য ) ও সামী জাতির ( Semitic race ) কাছে ঋণী । কারণ পৃথিবীতে মধ্য প্রাচ্যেই সর্ব প্রথম লিপি ও বর্ণমালার উদ্ভব হয় এবং সিরিয়াকে বলা হয় বর্ণমালার মাতৃভূমি ( সারযামীন - ই আলিফবা )

সামূদ জাতি ছিল বিলুপ্ত আরব গোত্র যারা হিজায অঞ্চলে বসবাস করত । পবিত্র মক্কা ও মদিনা নগরী এই হিজায অঞ্চলে অবস্থিত ।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

১ দেই ১৪০০

২২ - ১২ - ২০২১

تبصرہ ارسال

You are replying to: .