۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
মাওলানা মাসুম আলী গাজী
মাওলানা মাসুম আলী গাজী

হাওজা / চব্বিশতম অমীয় বাণী। গ্রন্থ শিরোনাম : চল্লিশটি অমীয় বাণী। (সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ) সংকলন : আল্লামা শেখ আব্বাস কুম্মী (রহঃ)। বিষয় : পরনিন্দা।

অনুবাদ: মাওলানা মাসুম আলী গাজী (নাজাফ ইরাক)

মহান আলেম শেখ কুলাইনী (রহঃ) ইমাম জাফর সাদিক্ব (আঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি (আঃ) বলেন, মহানবী (সাঃ) বলেছেন :

اَلْغِیْبَةُ اَسْرَعْ فِیْ دِیْنِ الرَّجُلِ الْمُسْلِمِ مِنْ الْآکِلَةِ فِیْ جَوْفِه

"গীবত করা আকেলা (একটি রোগ বা ক্যান্সার যা অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বংস করে দেয়) এর চেয়েও বেশি সংক্রামক রোগ। আর (গীবত) মুসলমানের ধর্মকে কলুষিত ও ধ্বংস করে দেয়।"

সাফিনাতুল বিহার খন্ড ২ পৃষ্ঠা ৩৩৬..

শেখ আব্বাস কুম্মী (রহঃ) বলেন, গীবতের নিন্দায় অনেক রেওয়ায়েত বর্ণিত হয়েছে। তার মধ্যে কিছু রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে যে,

"পরনিন্দা ব্যভিচারের চেয়েও নিকৃষ্ট এবং গীবত হল জাহান্নামী কুকুরের খোরাক এবং পরচর্চাকারী সর্বদা জাহান্নামে তার শরীরের মাংস খেতে থাকবে। আর সর্বদা হাহাকার করতে থাকবে এবং এই ব্যক্তি ওই চার ব্যক্তির মধ্যে একজন হবে, যার কারণে জাহান্নামীরা নিজেদের যন্ত্রণার চেয়েও ওই ব্যক্তির (দুর্গন্ধ) জন্য বেশি কষ্ট পাবে।"

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

تبصرہ ارسال

You are replying to: .