۱۶ اردیبهشت ۱۴۰۳ |۲۶ شوال ۱۴۴۵ | May 5, 2024
হিন্দুরাষ্ট্রের ডাক দিয়ে হিংসা ছড়ানোর বার্তা
হিন্দুরাষ্ট্রের ডাক দিয়ে হিংসা ছড়ানোর বার্তা

হাওজা / ১৭ থেকে ১৯ ডিসেম্বর উত্তরাখণ্ডের হরিদ্বারের বেদ নিকেতন ধামে ওই ধর্ম সংসদের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ১৭ থেকে ১৯ ডিসেম্বর উত্তরাখণ্ডের হরিদ্বারের বেদ নিকেতন ধামে ওই ধর্ম সংসদের আয়োজন করা হয়। এই সম্মেলনের আগতদের বিরুদ্ধে হিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

হরিদ্বারের ধর্ম সংসদে প্ররোচণামূলক হিংসার ডাক দিয়ে বিতর্কে জড়িয়েছেন সাধুরা। প্রকাশ্যে কট্টরপন্থার জয়জয়কার দেখা গেল হরিদ্বারের ধর্ম সংসদে।

এভাবে প্রকাশ্যে হিংসা ছড়িয়ে দেওয়ার ডাকে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর উত্তরাখণ্ডের হরিদ্বারের বেদ নিকেতন ধামে ওই ধর্ম সংসদের আয়োজন করা হয়। এই সম্মেলনে হিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রেক্ষিতে পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিলেন উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার।

ধর্ম সংসদের মূল আয়োজক গাজিয়াবাদের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান পুরোহিত যাতি নরসিংহানন্দ গিরি। সম্প্রতি হিন্দু ধর্ম গ্রহণ করা ওয়াসিম রিজভিও এই সংসদে যোগদান করেন। ছিলেন BJP-র অশ্বীনি উপাধ্যায়ও।

ধর্ম সংসদের কয়েকটি ভিডিয়ো ভাইরাল হতেই এর প্রেক্ষিতে মামলা রুজু করেছে উত্তরাখণ্ড পুলিশ। ঘটনার প্রেক্ষিতে কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র ত্যাগী ও ‘অন্যান্যদের’ বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ওয়াসিম ছাড়া কারোর নাম এফআইআর-এ নেই।

সংসদের ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হত্যা করার ইচ্ছাপ্রকাশ করেন ধর্মদাস মহারাজ নামে এক ব্যক্তি। কংগ্রেস, বাম, তৃণমূল, শিবসেনা, AIMIM, প্রাক্তন সেনা কর্তারা এই ধর্ম সংসদের কড়া ভাষায় সমালোচনা করেছে। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেছেন বিরোধীরা। নির্বাচন কমিশনের কাছেও তাঁরা এই নিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

تبصرہ ارسال

You are replying to: .