۱۶ اردیبهشت ۱۴۰۳ |۲۶ شوال ۱۴۴۵ | May 5, 2024
ইংল্যান্ডের তথাকথিত শিল্প বিপ্লব
ইংল্যান্ডের তথাকথিত শিল্প বিপ্লব

হাওজা / ইংল্যান্ডের তথাকথিত শিল্প বিপ্লব , বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি এবং প্রকৃতি পরিবেশের উপর আধিপত্য কামী বিজ্ঞান মনস্কতা , লাগামহীন শিল্পায়ন ও প্রয়োজনের অতিরিক্ত শিল্প পণ্য উৎপাদন , পেট্রোলিয়ামের অপচয় ও অপব্যবহার বিশ্বের প্রকৃতি ও পরিবেশ দূষিত ও ধ্বংস করে দিয়েছে ।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

ইংল্যান্ডের তথাকথিত শিল্প বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি এবং প্রকৃতি পরিবেশের উপর আধিপত্য কামী বিজ্ঞান মনস্কতা, লাগামহীন শিল্পায়ন ও প্রয়োজনের অতিরিক্ত শিল্প পণ্য উৎপাদন, পেট্রোলিয়ামের অপচয় ও অপব্যবহার বিশ্বের প্রকৃতি ও পরিবেশ দূষিত ও ধ্বংস করে দিয়েছে । আর তাই পৃথিবী এখন ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে!!

স্টিভেন হকিংসের মতে মানুষ যে ভাবে প্রকৃতি ও পরিবেশ দূষণ করছে তাতে আর ১০০০ বছরের মধ্যে পৃথিবী থেকে মানব জাতিই সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে । যে মানবজাতি (হোমো সেপিয়েন্স) ডারউইন মতাবলম্বীদের মতে প্রায় ২০০০০০ বছর ধরে শিল্প বিপ্লব এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ছাড়াই টিকে থাকতে পারল সেই মানবজাতি এই তথাকথিত আধুনিক শিল্প বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি নিয়ে মাত্র তিন শো বছরের মধ্যেই ধ্বংস ও বিলুপ্তির কিনারে চলে গেছে এবং এদের মাত্র ১০০০বছর আয়ুষ্কাল আছে!!

অথচ উচিৎ ছিল এই বৈজ্ঞানিক প্রযুক্তিগত উন্নতি ও প্রগতি এবং এই শিল্প বিপ্লব নিয়ে পৃথিবীতে অন্ততঃ পক্ষে মানবজাতির ২ মিলিয়ন বছর টিকে থাকা । (ইংল্যান্ডের তথাকথিত শিল্প বিপ্লব)

এ কেমন কথা ও এ কেমন শিল্প বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ও প্রগতি?!! আসলেই কি মানুষ ইলমে নাফে অর্থাৎ উপকার সাধনকারী কল্যাণকর জ্ঞান - বিজ্ঞান অর্জন করতে পেরেছে? মানুষ ইউরোপীয় রেনেসাঁ থেকে তথাকথিত যে ইংল্যান্ডীয় শিল্প বিপ্লব এবং বস্তুবাদ কেন্দ্রিক বিজ্ঞান ও প্রযুক্তি লাভ করেছে তা আসলেই ধ্বংসাত্মক এবং এ কারণেই মানবজাতি আজ এ ধরণের ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়েছে । তাই তথাকথিত এই বিজ্ঞান, এই প্রযুক্তি ও এই শিল্প বিপ্লবের মূল্য ও ফায়দাটাই কী? আর এ ছাইপাশ নিয়েই তো ইউরোপীয়দের গর্বে ও দর্পে পা যেন মাটিতেই পড়ে না এবং তারা ধরাকে সরা জ্ঞান করে ।

تبصرہ ارسال

You are replying to: .