হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রায়িসি বলেছেন, গোটা মানবজাতির নিরাপত্তা ও ভাগ্যলিপি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরো বলেছেন, একটি সুশীল আন্তর্জাতিক ব্যবস্থার গঠন করার জন্য যৌক্তিকতা, ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
নববর্ষ উপলক্ষে বিশ্বের খ্রিস্টান রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন। বার্তায় তিনি বলেন, চলমান করোনা মহামারির সময়ে যখন টিকাদানসহ অন্যান্য ক্ষেত্রে বিশ্বের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন ছিল তখন কিছু দেশ স্বাস্থ্যসেবা খাতেও অন্য দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আর এ বিষয়টি প্রমাণ করেছে বিশ্বে এমন একটি সুশীল আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন যেখানে যৌক্তিকতা, ন্যায়বিচার ও আধ্যাত্মিকতা হবে মূল চালিকাশক্তি।
নতুন ইংরেজি বছরে বিশ্বের সব সমস্যার সমাধান হবে এবং জাতিগুলো তাদের অধিকার আদায়ের জন্য যে প্রতিরোধ চালাচ্ছে তা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইরানের প্রেসিডেন্ট আল্লাহর নবী হযরত ঈসা মাসিহ (আ.) এর জন্মদিন উপলক্ষে খ্রিস্টান রাষ্ট্র ও সরকার প্রধানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ইব্রাহিম রায়িসি বলেন, আল্লাহর এই নবী ছিলেন অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিরোধের উজ্জ্বলতম দৃষ্টান্ত এবং অহংকারী শক্তির বিরুদ্ধে সংগ্রামে মুক্তিকামী মানুষের প্রেরণা।