۱۶ مهر ۱۴۰۳ |۳ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 7, 2024
হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আব্বাস নাজাফী
হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আব্বাস নাজাফী

হাওজা / হযরত ফাতেমা (স:)-এর শাহাদাত স্মরণে আযাদারির আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর গ্রাম কুমার পুরে বিশ্বনবী (সঃ) এর কন্যা, জান্নাতের নারীদের সম্রাজ্ঞী হযরত ফাতিমাতুয যাহরা (আঃ) -এর শাহাদাত স্মরণে মজলিসের আয়োজন করা হয়েছিল।

মজলিস অনুষ্ঠিত হয় জনাব রুহুল আমিন সাহেবের বাসস্থানে, উক্ত মজলিসে উপস্থিত ছিলেন এলাকার মোমিনগণ।

উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আব্বাস নাজাফী (পেশ ইমাম মসজিদে আহলে বাইত (আ:) কুমার পুর)।

تبصرہ ارسال

You are replying to: .