۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
ফাতেমা
ফাতেমা জাহরা (সা:)

হাওজা / ৩ জুমাদাস সানিয়া ১১ হিজরী আহলুল বাইতের (আ.) মশহূর ( প্রসিদ্ধ ) অভিমত অনুসারে এবং অন্য একটি বর্ণনা মতে ১১ হিজরী সালের ১৩ জুমাদাল উলা নবী দুহিতা হযরত ফাতিমা যাহরার ( আ.) শাহাদাত দিবস ।

মুহাম্মাদ আব্দুর রহমান

পর্ব ৬- হযরত ফাতিমা ( আ.) পূর্ণতা প্রাপ্ত চার নারীর একজন :

ইবনে আব্বাস (রা.) বলেন : রাসূলুল্লাহ ( সা.) যমীনের উপর চার রেখা টেনে বললেন : তোমরা জান : " এটা ( এই চার রেখা ) কী ? " তখন সবাই বলল : " আল্লাহ ও তাঁর রাসূলই ( সা.) সবচেয়ে অবগত আছেন । " তখন রাসূলুল্লাহ ( সা .) বললেন : " বেহেশতবাসী নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন চারজন : খাদীজা বিনতে খুওয়াইলিদ , ফাতিমা বিনতে মুহাম্মদ ..... " আল - হাদীস । হাকিম নীশাপুরী বলেন : " এ হাদীসটি সহীহুল ইসনাদ । তবে শাইখাইন তা বর্ণনা করেন নি ।" আল্লামা যাহাবীও তাঁর ( হাকিম নীশাপূরী) সাথে একমত পোষণ করে বলেছেন : " এ হাদীসটি সহীহ । " ( দ্র : আল - মুস্তাদ্রাক , খ: ৩, পৃ : ৩৭০ , হাদীস নং ৪৭২২ )

ইবনে আব্বাস থেকে বর্ণিত : রাসূলুল্লাহ ( সা .) যমীনের ওপর চার রেখা টেনে বললেন : " তোমরা কি জান যে এটা কী ? " তখন সবাই বলল : " আল্লাহ ও তাঁর রাসূলই সবচেয়ে বেশি জ্ঞাত আছেন ।" তিনি ( সা.) বললেন : " বেহেশতবাসী নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন : খাদীজা , ফাতিমা , মারয়াম ও আসিয়া । "

أَفْضَلُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ : خَدِیْجَةُ وَ فَاطِمَةُ وَ مَرْیَمُ وَ آسِیَةُ .

( দ্র : তাহযীবুত তাহযীব , খ : ১২ , পৃ : ৪৪১ - ৪৪২ )

হযরত আনাস ( রা.) থেকে বর্ণিত : মহানবী (সা.) বলেন : " জগৎ সমূহের নারীদের মধ্য থেকে মারয়াম বিনতে ইমরান , খাদীজা বিনতে খুওয়াইলিদ , ফাতিমা বিনতে মুহাম্মদ এবং ফিরআওনের স্ত্রী আসিয়া তোমার কাছে (শ্রেষ্ঠ হিসেবে ) কেবল যথেষ্ট ।"

حَسْبُکَ مِنْ نِسَاءِ الْعَالَمِیْنَ : مَرْیَمُ بِنْتُ عِمْرَانَ وَ خَدِیْجَةُ بِنْتُ خُوَیْلِدٍ وَ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ و آسِیَةُ امْرَإَةُ فَرْعَوْنَ

( দ্র : সুনান আত্ - তিরমিযী , পৃ : ১০০৮ , হাদীস নং ৩৮৮৭ )

হযরত আবূ সাঈদ খুদরী ( রা .) বলেন : মহানবী ( সা.) হযরত ফাতিমার কাছে প্রবেশ করে বললেন : " নিশ্চয়ই আমি , তুমি , এই ঘুমন্ত ব্যক্তিটি অর্থাৎ আলী এবং এরা দুজন অর্থাৎ হাসান ও হুসাইন কিয়ামত দিবসে একই স্থানে থাকব ।"

হাকিম নীশাপুরী বলেন : এ হাদীসটি সহীহুল ইসনাদ এবং তাঁরা দুজন ( শাইখাইন : ইমাম বুখারী ও ইমাম মুসলিম ) তা বর্ণনা করেন নি । আর আল্লামা যাহাবী তাঁর ( হাকিম নীশাপুরী ) সাথে একমত পোষণ করে বলেছেন : " উক্ত হাদীসটি সহীহ ।"

( দ্র : আল্ - মুস্তাদ্রাক , খ : ৩ , পৃ : ৩৪৮ )

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ( রা.) থেকে বর্ণিত : মহানবী সা.) বলেন : চার নারী তাদের (সমসাময়িক) জগৎ অর্থাৎ (সমসাময়িক) প্রজন্মের (নারীদের) নেত্রী : মারয়াম বিনতে ইমরান , ফিরআওনের স্ত্রী আসিয়া বিনতে মুযাহিম , খাদীজা বিনতে খুওয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ । আর জগৎ ও প্রজন্ম সমূহের দিক থেকে এ চার নারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন ফাতিমা ।

( দ্র : আল্লামা সাইয়েদ মুহাম্মদ আল - আলূসী আল্ - বাগদাদী প্রণীত তাফসীর রূহিল মা'আনী , খ : ৩ , পৃ : ২০৬ এবং মুহিব্বুদ্দীন তাবারী যাখায়িরুল উকবা গ্রন্থের পৃ: ৪৪ এ বলেছেন : এ হাদীসটি ইখরাজ ( পূর্ণ সনদসহ নিজ গ্রন্থে রিওয়ায়ত ) করেছেন আল- হাফেয আল - আসবাহানী এবং আল্লামা সুয়ূতী আশ্ শাফিঈ যিনি আদ্ দুর্রুল্ মানসূরে ( খ:২ , পৃ : ৩২ ) সূরা -ই আল - ই ইমরানের তাফসীরে বলেছেন :

এ হাদীসটি ইখরাজ ( পূর্ণ সনদসহ স্বীয় গ্রন্থে রিওয়ায়ত ) করেছেন (আহলুস সুন্নাতের ) নিম্নোক্ত মুহাদ্দিসগণ :

ইবনে আসাকির যাহহাক ও হার্স ইবনে উসামা থেকে সহীহ অথচ মুরসাল সনদ সহকারে , যারান্দী হানাফী তাঁর নাযমু দুরারিস সামতাইন গ্রন্থে ( পৃ : ১৭৮ ) , আল-মুত্তাকী আল-হিন্দী আল-হানাফী কানযুল উম্মাল গ্রন্থে ( খ: ১৩ , পৃ : ১২৮ , হায়দারাবাদ থেকে মুদ্রিত ) , আল- বায়হাকী শু'আবুল ঈমান গ্রন্থে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে এবং সাইয়েদ সিদ্দীক আল- হানাফী আল - ফাত্হ্ ওয়াল বায়ান গ্রন্থে (খ: ২ , পৃ: ৪১০ , মিসরের বূলাক কর্তৃক মুদ্রিত ) । আর ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং এ উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত । এ ধর্মের ধারক ও বাহকগণ যারা হচ্ছেন মহানবী (সা.) এবং তাঁর পবিত্র ইতরাৎ ( অতিনিকটাত্মীয় ও রক্তজ বংশধর ) আহলুল বাইত ( আ.) তারা নি: সন্দেহে হবে অন্য সকল ধর্মের ধারক ও বাহকদের চেয়ে শ্রেষ্ঠ ও উত্তম ( কারণ একমাত্র পরম সর্বোচ্চ ও চূড়ান্ত পর্যায়ের আধ্যাত্মিক ও মানবীয় পূর্ণতা অর্জিত হয় কেবল ইসলামের দ্বারাই এবং নি: সন্দেহে এ ধর্মের ধারক ও বাহকগণ হবেন পরম সর্বোচ্চ ও চূড়ান্ত পর্যায়ের আধ্যাত্মিক ও মানবীয় পূর্ণতার অধিকারী )। আর এ উম্মতের নারীরা নি : সন্দেহ অন্য সকল উম্মতের নারীদের চেয়ে শ্রেষ্ঠ ও উত্তম । তাহলে এ উম্মতের নারীদের নেত্রী ( হযরত ফাতিমা ) হবেন অন্য সকল উম্মতের নারীদের চেয়ে শ্রেষ্ঠ ও উত্তম । এমনকি তিনি ( ফাতিমা ) উত্তম ও শ্রেষ্ঠ হবেন হযরত মারয়ামের চেয়েও । তাই হযরত ফাতিমা (আ.) হযরত মারিয়াম , আসিয়া ও হযরত খাদীজা সহ জগৎ সমূহের সকল নারী , সকল মুমিন নারী এবং বেহেশতবাসী সকল নারীর নেত্রী ।...চলবে...

تبصرہ ارسال

You are replying to: .