২. ইমাম হাদী ( আ:) বলেন :
الْمُصِیْبَةُ لِلصَّابِرِ وَاحِدَةٌ وَ لِلْجَازِعِ اثْنَانِ
ধৈর্যশীল ব্যক্তির ( সাবির ) মুসিবত ( বিপদ ) হচ্ছে একটি এবং ( বিপদাপদে ভীত হয়ে ) অস্থির চিত্ত অধৈর্যশীল ব্যক্তির ( জাযি' جَازِع ) মুসিবত হচ্ছে দুটি ।
সূত্র : শেখ আব্বাস কোম্মী প্রণীত নেগহী বে যেন্দেগনীয়ে চাহরদাহ মা'সূম ( আ: ) , পৃ : ৪৪৬-৪৪৮ থেকে সংকলিত ও অনূদিত
অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান