ইমাম হাদী ( আ:) বলেন :
لَا تَطْلُبِ الصَّفَا مِمَّنْ کَدَّرْتَ عَلَیْهِ ، وَ لَا الْوَفَاءَ لِمَنْ غَدَرْتَ بِهِ ، وَ لَا النُّصْحَ مِمَّنْ صَرَفْتَ سُوْءَ ظَنِّهِ إِلَیْهِ ، فَإِنَّمَا قَلْبُ غَیْرِکَ کَقَلْبِکَ لَهُ .
যার জীবনকে তুমি তিমিরাচ্ছন্ন করেছ তার কাছ থেকে আন্তরিকতা ও স্বচ্ছতা অন্বষণ ( প্রত্যাশা ) করো না ; যার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা করেছ তার কাছ থেকে প্রত্যাশা করো না যে সে তোমার প্রতি বিশ্বস্ত থাকবে ; যে ব্যক্তির ব্যাপারে তুমি কুধারণা পোষণ করেছ তার কাছ থেকে তুমি প্রত্যাশা করতে পার না যে সে তোমার কল্যাণ কামী হবে ও তোমাকে হিতোপদেশ দেবে । কারণ তোমার হৃদয় অন্যের প্রতি যেমন অন্যের হৃদয়ও তোমার প্রতি ঠিক তেমন ।
সূত্র : শেখ আব্বাস কোম্মী প্রণীত নেগহী বে যেন্দেগনীয়ে চাহরদাহ মা'সূম ( আ: ) , পৃ : ৪৪৬-৪৪৮ থেকে সংকলিত ও অনূদিত
অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান