ইমাম হাদী ( আ:) বলেন :
رَاکِبُ الْحَرُوْنِ ،أَسِیْرُ نَفْسِهِ ، وَ الْجَاهِلُ أَسِیْرُ لِسَانِهِ
যে ব্যক্তি নিশ্চল ও স্থির বাহনে চড়ে বা আরোহন করে সে স্বীয় নফসের ( প্রবৃত্তি ও রিপু ) কাছে বন্দী হয়ে যায় এবং জাহিল ( অজ্ঞ ) স্বীয় জিহ্বার ( অজ্ঞতা ) কাছে বন্দী থাকে । ( অর্থাৎ
নিশ্চল ও স্থির বাহনে চড়া ও আরোহণে মানুষের মনে এক ধরনের গর্ব ও অহংকারের উদ্ভব হয় যা তার (মানুষ ) প্রবৃত্তি ও রিপু প্রসূত । )
মহান আল্লাহ আমাদেরকে ইমাম আলী আল - হাদী ( আ: ) - এর প্রজ্ঞাপূর্ণ এ সব অমিয় বাণী আমল ও পালন করার তৌফিক দিন । পবিত্র কুরআন অনুশাসন , মহানবী ( সা: ) এবং তাঁর আহলুল বাইত ( আ: ) - এর শিক্ষা ও সুন্নাহ যদি আমরা ঠিক ভাবে মেনে চলি তাহলে আমরা জীবনের সব ক্ষেত্রে উন্নতি করতে পারব এবং আমাদের জীবন হবে সুন্দর ও শান্তিপূর্ণ ।
সূত্র : শেখ আব্বাস কোম্মী প্রণীত নেগহী বে যেন্দেগনীয়ে চাহরদাহ মা'সূম ( আ: ) , পৃ : ৪৪৬-৪৪৮ থেকে সংকলিত ও অনূদিত
অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান