۱۷ اردیبهشت ۱۴۰۳ |۲۷ شوال ۱۴۴۵ | May 6, 2024
কলকাতা আন্তর্জাতিক বইমেলা
কলকাতা আন্তর্জাতিক বইমেলা

হাওজা / আলহামদোলিল্লাহ আগামী ২৮-শে ফ্রেব্রুয়ারী ২০২২, বিকালবেলা কলিকাতা আন্তর্জাতিক বইমেলা ওপেনিং হবে ৷ ওপেনিং করবেন রাজ্যের মূখ্যমন্ত্রি শ্রীমতি মমতা বন্ধ্যোপাধ্যায় ৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ১-লা মার্চ থেকে ১৩-ই মার্চ পর্যন্ত বইমেলা চলবে ৷ প্রতিদিন বেলা ২-টো থেকে শুরু হবে রাত্রী আটটা পর্যন্ত ৷ আর ছুটিরদিন বেলা ১২-টা থেকে শুরু হবে ৷

এ বছর বইমেলার থিম বাংলাদেশ ৷ তবে ইরানী প্রতিনিধিদের উপস্থিতি নিয়ে বিভিন্ন মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে ৷ আশা করা যায় ইরান বিশেষ আকর্ষণ সৃষ্টি করবে ৷

ইরানী স্টলে পাবেন ইসলামিক নানান ধরনের বই পত্র পত্রিকাসহ ইরানী দেশের সাংস্কৃতিক আলোচনা ৷

ইরানী স্টলের মধ্যেই নবীপাকের আহলে বাইতের উপরে নানান গুরুত্বপূর্ণ পুস্তক নিয়ে হাজির হবে 'রেনেসা পাবলিশার' ৷

বাংলাভাষী জ্ঞানপিপাসু ও সত্যের সন্ধানীগণ আমাদের ইরানী স্টলে ভিজিট করতে পারেন ৷

বইমেলাটি বসেছে কলিকাতা করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশেই ৷ হাওড়া, শিয়ালদাহ থেকে যারা আসবেন তারা করুণামায়ী গামী বাস স্ট্যান্ডের যে কোন বাসে উঠে আসতে পারবেন ৷

পাকঠদের সুবিধার জন্য আমাদের যোগাযোগ নাম্বার দিলামঃ +91 9051375515

বিজ্ঞাপন হিসাবে আমরা আরো বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞাপন দেবো ইনশাল্লাহ, যেমনঃ Channel WIN, পূবের কলম, channel Satyer Pathe ইত্যাদি

تبصرہ ارسال

You are replying to: .