۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
ইমাম কাজিম
ইমাম মুসা কাজিম (আ.)

হাওজা / ২৫ রজব হযরত রাসূলুল্লাহর ( সা. ) পবিত্র আহলুল বাইতের ( আ.) ৭ম নিষ্পাপ ( মা'সূম ) ইমাম হযরত মূসা ইবনে জা'ফার আল - কাযিমের ( আ.) শাহাদাত দিবস ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ২৫ রজব হযরত রাসূলুল্লাহর ( সা. ) পবিত্র আহলুল বাইতের ( আ.) ৭ম নিষ্পাপ ( মা'সূম ) ইমাম হযরত মূসা ইবনে জা'ফার আল - কাযিমের ( আ.) শাহাদাত দিবস । ১৮৩ হিজরীর এ দিনে ( ২৫ রজব ) তাঁকে ৫ম আব্বাসীয় খলিফা হারূনুর রশীদের নির্দেশে বাগদাদে কুখ্যাত সিন্দী বিন শাহিকের কারাগারে বিষ প্রয়োগ করে শহীদ করা হয় । উল্লেখ্য যে ইমাম কাযিম ( আ.) ১৭৯ হিজরী থেকে ১৮৩ হিজরীতে শাহাদাত বরণ পর্যন্ত খলিফা হারুনুর রশিদের নির্দেশে বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন ।

প্রখ্যাত আলিম ইবনে ক্বূলাওয়াইহ্ ( রহ:) ইমাম রিযা ( আ.) থেকে সনদ সহকারে বর্ণনা করেছেন : তিনি ( ইমাম রিযা - আ. -) বলেছেন : ইমাম কাযিম ( আ. )-এর কবরের পাশে যিয়ারতকারী

এই যিয়ারত নামাটি পড়বে :

اَلسَّلَامُ عَلَیْکَ یَا وَلِيَّ اللّٰهِ ، اَلسَّلَامُ عَلَیْکَ

یَا حُجَّةَ اللّٰهِ ، اَلسَّلَامُ عَلَیْکَ یَا نُوْرَ اللّٰهِ

فِيْ ظُلُمَاتِ الْأَرْضِ ، اَلسَّلَامُ عَلَیْکَ یَا مَنْ

بَدَا اللّٰهُ فِيْ شَأْنِهٖ ، أَتَیْتُکَ زَائِرَاً عَارِفَاً

بِحَقِّکَ مُعَادِيَاً لِأَعْدَائِکَ فَاشْفَعْ لِيْ عِنْدَ

رَبِّکَ ، یَا مَوْلَايَ .

আপনার উপর সালাম ( শান্তি বর্ষিত হোক ) হে আল্লাহর ওয়ালী ( বন্ধু ) , আপনার উপর সালাম (শান্তি বর্ষিত হোক ) হে আল্লাহর হুজ্জাত ( আল্লাহ পাকের হিদায়ত ও রহমত - বরকতের দলীল ) , আপনার উপর সালাম শান্তি বর্ষিত হোক ) অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে হে আল্লাহর নূর ( আলো ) , আপনার উপর সালাম ( শান্তি বর্ষিত হোক ) হে ঐ সত্ত্বা ও ইমাম যাঁর শা'নে ( ব্যাপারে ) মহান আল্লাহর বাদা ( জ্ঞান ও সিদ্ধান্ত ) প্রকাশ পেয়েছিল (( অর্থাৎ মহান আল্লাহর জ্ঞান ও সিদ্ধান্ত ছিল ও আছে যে ৬ষ্ঠ ইমাম জাফার আস - সাদিকের জৈষ্ঠ্য পুত্র ইসমাইল পরবর্তী ইমাম হবেন না বরং ৭ম ইমাম হবেন হযরত জাফার আস সাদিকের ২য় পুত্র মূসা আল কাযিম ( আ.) ; আর এই ঐশ্বরিক জ্ঞান ও সিদ্ধান্ত সংগত কারণেই আহলুল বাইতের ( আ .) অনুসারীদের কাছে গোপণ ও লুক্কায়িত রাখা হয়েছিল যার ফলে তারা মনে করত যে ইমাম জাফার আস সাদিকের ( আ.) পরে পরবর্তী ইমাম হবেন ইসমাইল ইবনে জা'ফার । কিন্তু তিনি ইমাম জাফার আস সাদিকের ( আ.) জীবদ্দশায় মৃত্যু বরণ করলে মহান আল্লাহর জ্ঞান ও সিদ্ধান্ত যে ইমাম জাফার আস সাদিকের ( আ.) পরবর্তী ইমাম মূসা ইবনে জাফার আল কাযিম ( আ.) তা আহলুল বাইতের ( আ.) অনুসারীদের কাছে প্রকাশিত হয় । )) আপনার হক ( অধিকার ) চিনে ও তা স্বীকৃতি দিয়ে এবং আপনার শত্রুদের প্রতি শত্রুতা পোষণ করে আপনাকে যিয়ারত করার জন্য আপনার ( সমাধির ) কাছে এসেছি । তাই আপনি আপনার প্রভুর কাছে আমার জন্য শাফায়াত করুন হে আমার মাওলা ( ইমাম ও নেতা মূসা ইবনে জা'ফার আল - কাযিম আ. ) ।

এরপর মহান আল্লাহর কাছে যিয়ারতকারী নিজের অভাব ও প্রয়োজন ( হাজত ও মনোস্কামনা )সমূহ পূর্ণ করে দেয়ার জন্য প্রার্থনা করবে ।

সূত্র : শেখ আব্বাস কোমী প্রণীত নেগহী বে যেন্দেগীয়ে চাহরদাহ মা'সূম ( আলাইহিমুস সালাম ) , পৃ : ৩২১

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .